বিমানে গার্লফ্রেন্ডের সাথে খিস্তিখেউর সরাসরি সম্প্রচার!

117762_1সিটিএন ডেস্ক :

স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার যুগে কিছুই বোধ হয় গোপন থাকবে না।

যেমন ধরুন, একজন লোক হয়তো তার বান্ধবীর সাথে বিবাদে জড়িয়েছেন, যেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দেখা গেল অন্য একজন হয়তো তা টুইটারে সরাসরি সম্প্রচার করছেন।

যেমন আমাদের দেশে দেখা যায়, রিকশায় চলতে চলতে কোনো প্রেমিক যুগল বা দম্পতি গলাফাটানো বাগবিতণ্ডায় জড়ান। কখনো কখনো দেখা যায় হাতাহাতির দৃশ্য।
কিন্তু তাদের অগোচরে অন্য একজন যদি তা লাইভ সম্প্রচার করেন তবে কেমন হয়!

এমনই ঘটনার জন্ম দিয়েছেন তিন বিমান যাত্রী।

বিমানটি তখন টারমাকে, কোনো কারণে ছাড়তে বিলম্ব হচ্ছিল।

এরই ফাকে গার্ল ফ্রেন্ডের সাথে গলা ফাটিয়ে ঝগড়া শুরু করেন এক তরুণ। আর এই ঘটনা সরাসরি টুইটারে সম্প্রচার করেন সহযাত্রী কেলি কিগ।

যেমন সেই যুগল তেমন তাদের সহযাত্রী কেলি।

ওই যুগল প্রায় দেড় ঘণ্টা তাদের ক্ষোভ ঝাড়তে থাকেন আর পরম ধৈর্য্য নিয়ে কেলিও তা সম্প্রচার করেন।

হাজার হাজার টুইটার ব্যবহারকারী কেলির সাথে ওই যুগলের বিবাদের রসায়ন উপভোগ করেন।

কেলি লিখেছেন, ওই যুগলের খিস্তিখেউর তিনি এতোটাই উপভোগ করেন যে এজন্য সময় নষ্ট করার পাশাপাশি ৪০ ডলার খরচ করতেও (সম্ভবত ইন্টারনেট বিল বাবদ) তিনি কুণ্ঠাবোধ করেননি।

সূত্র: ডেইলি টেলিগ্রাফ


শেয়ার করুন