বিপিএল: ছয় দলে কে কোথায়

  • আগামী ২০ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের উদ্বোধন হওয়ার পর ২২ নভেম্বর থেকে খেলা মাঠে গড়াবে। এবারের আসরে অংশ নিতে যাওয়া ছয়টি দল বৃহস্পতিবার প্লেয়ার্স বাই চয়েজ লটারির মাধ্যমে খেলোয়াড় কিনে নিয়েছে। খেলোয়াড় কেনা-বেচা শেষে এবার ময়দানি লড়াইয়ের অপেক্ষা।

বৃহস্পতিবার হোটেল রেডিসনে অনুষ্ঠিত প্লেয়ার্স বাই চয়েজ লটারির মোট ১০ রাউন্ড শেষে দেশীয় ক্রিকেটারদের দলে ভেড়ায় এবারের আসরে অংশ নিতে যাওয়া ছয়টি দল। অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে তিনটি রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় ৫৭ জন ক্রিকেটার এবং বিদেশি ১৯ জন ক্রিকেটারদের দলভুক্ত করা হয়। এর বাইরে আলোচনার ভিত্তিতে বড় বড় ক্রিকেটারদের দলে ভেড়ায় ফ্রাঞ্চাইজিগুলো।

অনুষ্ঠানে ৬ আইকন ক্রিকেটারকে নিয়ে লটারি পর্ব সবার শেষে অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে পছন্দের আইকন খেলোয়াড়কে বেছে নেওয়ার সুযোগ পায় অংশগ্রহণকারী ছয়টি দল। এতে সাকিব আল হাসানকে রংপুর রাইডার্স, মাশরাফি বিন মর্তুজাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, মাহমুদউল্লাহ রিয়াদকে বরিশাল বুলস, মুশফিকুর রহিমকে সিলেট সুপার স্টারস, তামিম ইকবালকে চিটাগাং ভাইকিংস এবং নাসির হোসেনকে ঢাকা ডাইনামাইটস দলে নিতে পেরেছে।

প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাওয়া রংপুর রাইডার্সের কপাল ভালোই বলার যায়। বাংলাদেশ জাতীয় দলের টি-২০ ও ওয়ানডে দলের অধিনায়ককে লটারির মাধ্যমে দলে ভেড়ানোর সৌভাগ্য হয়েছে তাদের।

রংপুর রাইডার্সও নিজেদের সৌভাগ্যবান ভাবতে পারে। তারা পেয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে, যেই সাকিবকে পেতে উন্মুখ হয়ে ছিল সব দলই।

আবার চট্টগ্রাম যেমন ভাগ্যবান ঠিক তেমনি ভাগ্যবান তামিম ইকবালও। চট্টগ্রামের হয়ে খেলার জন্য আকুলতা প্রকাশ করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার। নিয়তিও তার ডাকে সাড়া দিয়েছে। লটারি-ভাগ্যে চট্টগ্রামই পেয়েছে তামিমকে। আরো সহজ করে বললে তামিম পেয়েছেন চট্টগ্রামকে।

এবার দেখে নেয়া যাক বিপিএলের তৃতীয় আসরের জন্য কোন দলে কারা খেলছে। কাদের দলই বা হলো শক্তিশালী।

ঢাকা ডিনামাইটস:

দেশি ক্রিকেটার: নাসির হোসেন (আইকন), মোস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সৈকত আলী, শামসুর রহমান, নাবিল সামাদ, ফরহাদ রেজা।

বিদেশি ক্রিকেটার: কুমার সাঙ্গাকারা, সোহেল খান (পাকিস্তান), ডেভিড মালান (ইংল্যান্ড), মোহাম্মদ ইরফান, রায়ান টেন ডয়েচকাট

বরিশাল বুলস:

দেশি ক্রিকেটার: মাহমুদুল্লাহ রিয়াদ (আইকন) সাব্বির রহমান রুম্মান, সোহাগ গাজী, আল আমিন হোসেন, শাহরিয়ার নাফিস, তাইজুল ইসলাম, মেহেদি মারুফ, নাদিফ চৌধুরী।

বিদেশি ক্রিকেটার: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে), কেভিন কুপার (ওয়েস্ট ইন্ডিজ) , ইভান লুইস (ওয়েস্ট ইন্ডিজ), সেকুজি প্রসন্ন (শ্রীলঙ্কা), মোহাম্মদ সামি (পাকিস্তান), ইমাদ ওয়াসিম (পাকিস্তান)

রংপুর রাইডার্স:

দেশি ক্রিকেটার সাকিব আল হাসান (আইকন), সৌম্য সরকার, আরাফাত সানি,  মোহাম্মদ মিথুন, সাকলাইন সজীব, মুক্তার আলি, জহুরুল ইসলাম অমি, আবু জায়েদ চৌধুরী, মুরাদ খান।

বিদেশি ক্রিকেটার: সাচিত্রা সেনানায়েকে (শ্রীলঙ্কা), মোহাম্মদ নবী (আফগানিস্তান), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), ড্যারেন স্যামি, (ওয়েস্ট ইন্ডিজ), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা) , থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)।

সিলেট সুপার স্টারস:

দেশি ক্রিকেটার: মুশফিকুর রহিম (আইকন), রুবেল হোসেন, মুমিনুল হক, আবদুর রাজ্জাক, নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদ, নাজমুল হাসান অপু, জুনায়েদ সিদ্দিকী

বিদেশি ক্রিকেটার: শহিদ আফ্রিদি (পাকিস্তান), ক্রিস জর্ডান (ইংল্যান্ড), যশুয়া কব (ইংল্যান্ড), সোহেল তানভীর (পাকিস্তান), রবি বোপারা (ইংল্যান্ড), ব্রাড হজ (অস্ট্রেলিয়া), অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা)।

চট্টগ্রাম ভাইকিংস:

দেশি ক্রিকেটার: তামিম ইকবাল (আইকন), তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, নাঈম ইসলাম, ইয়াসিন আলি, এনামুল হক জুনিয়র

বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ আমের (পাকিস্তান), উমর আকমল, (পাকিস্তান), এলটন চিগম্বুরা, (জিম্বাবুয়ে) কামরান আকমল (পাকিস্তান), চামার কাপুগেদারা (শ্রীলঙ্কা), জীবন মেন্ডিজ (শ্রীলঙ্কা), সাঈদ আজমল (পাকিস্তান), রবিন পিটারসেন (দক্ষিণ আফ্রিকা)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স:

বিদেশি ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, শুভাগত হোম চৌধুরী, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, মাহমুদুল হাসান লিমন, ধীমান ঘোষ।

বিদেশি ক্রিকেটার: সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), শোয়েব মালিক (পাকিস্তান), মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ), আহমেদ শেহজাদ (পাকিস্তান), ড্যারেন স্টিভেন্স (ইংল্যান্ড), নুয়ান কুলাসেকেরা (শ্রীলঙ্কা), লাহিরু থিরিমান্নে (শ্রীলংকা), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)।


শেয়ার করুন