বিদ্যুৎকেন্দ্রে নাশকতা করলে সর্বনিম্ন ৭ বছরের কারাদণ্ড

9f40e08e846d9b9cb6154dfd1312a550-PMবিদ্যুৎকেন্দ্র বা উপকেন্দ্রের নাশকতা বা অনিষ্ট সাধন করলে সর্বোচ্চ ১০ বছর ও সর্বনিম্ন ৭ বছরের কারাদণ্ড হবে। একই সঙ্গে ১০ কোটি টাকা জরিমানাও দিতে হতে পারে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে জেল-জরিমানার এ বিষয়টি অন্তর্ভুক্ত করে বিদ্যুৎ আইন ২০১৬ খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বিস্তারিত আসচ্ছে……

—-প্রথম আলো

 


শেয়ার করুন