বিদেশিদের বিয়ে করতে পারবেন কূটনীতিকরা

বাংলামেইল:

Cavinet গণকর্মচারী (বিদেশি নাগরিকদের সঙ্গে বিয়ে) আইন ২০১৫ এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার দুপুরে মন্ত্রিসভায় এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, আগে এই আইনে কূটনৈতিক পেশায় যারা আছেন তাদের বিদেশি নাগরিকদের বিয়ে করার সুযোগ ছিল না। তবে কূটনীতিক ছাড়া গণকর্মচারীদের রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে বিদেশিদের বিয়ে করার সুযোগ ছিল। বর্তমানে কূটনীতিকদেরও এ সুযোগ দিয়ে আইন প্রয়ণন করা হচ্ছে।


শেয়ার করুন