বিডিআর বিদ্রোহের সাজাভুক্ত আসামিসহ ৩ কারাবন্দীর মৃত্যু

wwyw-400x245সিটিএন ডেস্ক:

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহের আসামিসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়। এছাড়া যাত্রাবাড়ী ও উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহকর্মীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাকারিয়া আলম জানান, বিডিআর বিদ্রোহের আসামি সৈয়দ এনামুল কবীর (৫০) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত এনামুল কবীরের শ্যালক হাফিজুর রহমান জানান, বিডিআর বিদ্রোহের সময় এনামুল পিলখানায় ল্যান্স নায়েক পদে কর্মরত ছিলেন। মামলায় তার ৭ বছরের সাজা হয়েছিল। এনামুল কবীরের গ্রামের বাড়ি নড়াইল লোহাগড়া উপজেলার কুমাড়কান্দায়।

এদিকে প্রায় একই সময়ে কেন্দ্রীয় কারাগারে অপর এক আসামি সেলিম রেজাকে (৪৫) অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া বেলা দেড়টায় ঢামেক হাসপাতালে শাহজাহান নামের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দীন ইসলাম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার সহকর্মী মনিরুল ইসলাম জানান, নতুন রাস্তায় নির্মাণাধীন ৬ তলা ভবনের ৩ তলায় রডের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন দীন ইসলাম। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দীন ইসলামের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউলে। তিনি শনির আখড়ায় থাকতেন বলে জানা গেছে।

এছাড়া দুপুরে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ২১ নম্বর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে খোদেজা বেগম নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।


শেয়ার করুন