বিএমএ’র কার্যকরী পরিষদের পরিচিত সভা

20170217_195031আজিজ রাসেল :

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিত সভা,বয়োজ্যৈষ্ঠ চিকিৎসক সম্মাননা ও চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারী বিকালে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএমএ’র সভাপতি সিভিল সার্জন ডাঃ পুঁ চ নু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমএ’র কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোস্তফা জালালা মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশ বিরোধী চক্র নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে কোন ষড়যন্ত্র দেশের উন্নয়ন থামাতে পারবে না। প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন করেছেন। চিকিৎসকদের স্বার্থ রক্ষায় তিনি আরো অনেক কিছু করবেন। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিচ্ছে সরকার। তাই ঐক্যবদ্ধ ভাবে সবাইকে দেশের উন্নয়নে শরীক হতে হবে। আগামীতে এ দেশ বিশ্ব মাঝে উন্নয়নশীল দেশ হিসেবে মাথা উচু করে দাঁড়াবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জনস্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, স্বাচিপের সহ সভাপতি ডাঃ রোকেয়া সুলতানা, স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সনাল, মহাসচিব ডাঃ মোঃ ইহতেশামুল হক চৌধুরী, বিএমএ’র ঢাকা বিভাগের সহ সভাপতি জামান উদ্দিন, চট্টগ্রাম বিভাগের সভাপতি শেখ মোঃ শফিউল আজম, স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ মহসীনুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাজীবী ও নবীন চিকিৎসকদের মানোয়ন্নয়নে স্বাচিপ ও বিএমএ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাই দেশ ও জাতির সেবায় চিকিৎসকদের উচিত নিঃস্বার্থ ভাবে নিজেকে বিলিয়ে দেয়া।

এসময় উপস্থিত ছিলেন ত্রাণ মন্ত্রাণালয়ের উপসচিব এস,এম রেজওয়ান হোসেন, কক্সবাজার উন্ননয় কর্তৃপক্ষে চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ রেজাউল করিম ও কক্সবাজার বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার বিএমএ’র সহসভাপতি ডাঃ বিধান পাল ও ডাঃ দ্বীপা ধর। অনুষ্ঠানে বয়োজ্যৈষ্ঠ চিকিৎসক সম্মাননা ও প্রয়াত চিকিৎসকদের মরোণত্তর সম্মাননা এবং উত্তরীয় প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দেশ্য বরণ্য শিল্পী সন্দীপনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

print


শেয়ার করুন