বিএনপি দলীয় সাবেক সাংসদ নিজান-নাজিম আটক

দেশে চলমান রাজনৈতিক সহিসংতা পরিহার করে সংলাপের মাধ্যমে সঙ্কট নিরসনের দাবিতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। তার এ কর্মসূচিতে হঠাৎ উপস্থিত হন বিএনপি দলীয় সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান ও নাজিমউদ্দিন আহমেদ।

কাদের সিদ্দিকীর কর্মসূচি থেকে বের হওয়ার সময় তাদের দু’জনকে আটক করে মতিঝিল থানা পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে মতিঝিল থানা পুলিশ তাদের আটক করে।

তথ্যটি বাংলামেইলকে নিশ্চিত করেন মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর বলেন, ‘তাদের কিছুক্ষণ আগে আটক করা হয়েছে। এখনো থানায় এসে পৌঁছায়নি। তাই কি কারণে তাদের আটক করা হয়েছে তা আমরা জানতে পারিনি।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান জানান, দুপুরে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে আশরাফ উদ্দিন নিজান এবং নিজাম উদ্দিন আহমেদ বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, ‘প্রধানমন্ত্রী আলোচনায় বসুন দেশ বাঁচান, বেগম খালেদা জিয়া অবরোধ প্রত্যাহার করুন মানুষ বাঁচান’ এ আহ্বান জানিয়ে গত বুধবার থেকে বঙ্গবীর কাদের সিদ্দিকী মতিঝিল নিজ পার্টি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।


শেয়ার করুন