যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা তৈরীতে

বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিতে র‌্যালী ও মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি :Brac pic-01

মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপ বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি কক্সবাজারের উদ্যোগে এবং মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচির সহযোগীতায় ১৯ জুলাই মঙ্গলবার বিকাল ৫.০০ ঘটিকায় কক্সবাজার পৌর এলাকার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির সামনে যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা তৈরীতে র‌্যালী ও মানববন্ধন পালিত হয়। মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলামের পরিচালনায় র‌্যালী ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ছৈয়দ করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের উদাসীনতা ও সচেতনতার অভাবে সমাজ থেকে যৌন হয়রানি বন্ধ করা সম্ভব হচ্ছেনা তাই মেয়েদের সকল সমস্যা সমাধানে শিক্ষক ও অভিভাবকদের অধিক সচেতন থাকতে হবে এবং এলাকার জনসাধারণকে উদ্দ্যোগী ভূমিকা পালন করতে হবে। উক্ত র‌্যালী ও মানববন্ধনে সভা প্রধান ছিলেন যৌন হয়রানির নির্মূলকরণ নেটওয়ার্ক কক্সবাজারের কার্য নিবার্হী সদস্য ইঞ্জিনিয়ার কানন পাল। র‌্যালী ও মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়াচগ্রুপের সদস্য সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ তৈয়ব ও আব্দুল মালেক কুতবী। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান এস.এম ছৈয়দ উল্লাহ আজাদ, যৌন হয়রানির নির্মূলকরণ নেটওয়ার্কের কার্য নিবার্হী সদস্য সাংবাদিক আনোয়ার হাসান, সহকারী শিক্ষক সংঙ্গিত বড়ুয়া, সুলতান আহমেদ, এম. জয়নাল আবেদীন, আব্দুল গফুর, মিস্সে নাজমা বেগম, মিস্সে তাহমিনা আক্তার, মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট মাসুদ রানা, স্টুডেন্ট’স ওয়াচগ্রুপ সহ তিন শতাধিক শিক্ষার্থী। র‌্যালী ও মানববন্ধন থেকে সকলে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি রোধের লক্ষ্যে হাইকোর্টের দিক নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।


শেয়ার করুন