বাহারছড়ায় খাস জায়গায় নির্মিত রোহিঙ্গা স্থাপনা উচ্ছেদ

20150917_103308আমান উল্লাহ আমান, টেকনাফ :

টেকনাফে সরকারী খাস জায়গার উপর নির্মিত অবৈধ অনুপ্রবেশকারী ১২ পরিবারের স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বাহারছড়া শিলখালী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান করা হয়। এতে সরকারী খাস জমির উপর অবৈধভাবে ১২ রোহিঙ্গা পরিবার দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছিল।

স্থানীয় বনবিভাগের একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রভাবশালীর যোগ সাজসে উক্ত জায়গাতে স্থাপনা নির্মান করে বসবাসের সুযোগ পায়। প্রশাসন এব্যাপারে নিশ্চিত হয়ে জেনে স্থাপনাগুলো সমূলে উচ্ছেদ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন স্থাপনা উচ্ছেদের সত্যতা নিশ্চিত করে জানান, সরকারী জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মান এবং বসবাস করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন