বান্ধবীকে ‘বিরাট’ চুম্বনে সায় কপিলের

007টাইমস ডেস্ক ::::

নয়া দিল্লি: একজন পারফরমারের কাছে শেষকথা পারফরম্যান্সই৷ফলে মাঠের পারফরম্যান্স ঠিক রেখে যা খুশি করুন বিরাট কোহলি, তাতে আপত্তির কিছু দেখেন না প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব।

এক ক্রিকেট কনক্লেভ অনুষ্ঠানে ১৯৮৩ ভারতের বিশ্বজয়ী অধিনায়ক বলেছেন, ‘বিরাট কোহলি সেঞ্চুরি করে বান্ধবীকে চুম্বন ছুঁড়ে দিলে আমার কোনো সমস্যা নেই। বরং, একটা প্লেয়ার যদি শূন্য করে চুম্বন ছুঁড়ে দেয়, সেটা আমি মেনে নিতে পারি না। আমরা একটা অন্য যুগে ক্রিকেট খেলেছি। এই প্রজন্মে একেবারে বদলে যাওয়া পরিবেশ। এটা মেনে নিতে হবে আমাদের। এই ছোটখাটো ঘটনার জন্য ক্রিকেট আর ভদ্রলোকের খেলা নয়, এমনট মনে করা ঠিক নয়। সময় বদলে গিয়েছে। আমি যে প্রজন্মের খেলোয়াড়, সেই প্রজন্মটাই ছিল অন্যরকম। আমরা টেস্ট ক্রিকেট খেলে বড় হয়েছি। কিন্তু এখন মাঠে কটূক্তি, স্লেজিং, গালাগাল সব চলে। টি-২০ তো স্বীকৃত ফরম্যাট।’

বিশ্বকাপের ঠিক আগে ভারতীয় দলের ছন্নছাড়া পারফরম্যান্স নিয়ে কটাক্ষ করেছেন তিনি।বলেছেন, ‘ম্যাচ শুরুর সময় মাঠের ভিতর দলটা কী করে, বুঝি না। ড্রেসিংরুমে তোমরা কী করো! শুধু ডিম খাও!’

এবারের বিশ্বকাপে ভারতীয় দল কতদূর যাবে? কপিলের মত, ২৫ শতাংশ চান্স আছে ভারতীয় দলের। তার ব্যাখ্যা, ‘আমার ধারণা ভারত সেমিফাইনাল পৌঁছবে। সেমিফাইনালের চারটে দলেরই সুযোগ থাকবে ২৫ শতাংশ। সেখান থেকে অবশ্য আর ভবিষ্যদ্বানী করা যায় না। শুরুটা ভালো হওয়া খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি। ভারত কেমন ফল করবে, সেটা প্রথম ১৫ ওভারেই নির্ধারিত হবে বলে আমার ধারণা৷’- ওয়েবসাইট।


শেয়ার করুন