বান্দরবানে পাহাড় ধসে নিহত বেড়ে ৭

115532_1সিটিএন ডেস্ক:

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে দুই পরিবারের চার শিশুসহ সাত জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত বৃষ্টির কারণেই পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতরা হলেন— সাজ্জাদ (৫), ফুতু (১০), আমেনা বেগম (৩৫), রোজিনা আক্তার (৩৪), বশির (৭০), আরাফাত (১৫), বশির (৭০) ও ফাতেমা আক্তার (৮)।

নিহতদের মধ্যে সাজ্জাদ (৫), পুতুল (১০), আমেনা বেগম (৩৫) ও রোজিনা আক্তার (৩৪) ঘটনাস্থলেই মারা যান।

দুলু মিঞা (৭০) ও আরাফাত (১৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করে লামা উপজেলায় ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আরাফাতকে চট্টগ্রামে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ জানান।

এছাড়া ধসের ঘটনার পর থেকে নিখোঁজ বশির ও ফাতেমার লাশ বিকেলে মাটির নিচ থেকে উদ্ধার হয় বলে লামা থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, দুর্ঘটনার পর উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছে।

গত এক সপ্তাহ ধরে টানা বর্ষণ চলছে বান্দরবানে। মাতামুহুরী ও সাঙ্গু নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা, পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।


শেয়ার করুন