বান্দরবানে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

রিপন চক্র বত্তী, বান্দরবান:

বান্দরবানে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার দেবদাম ভট্টাচার্য্য,অতিরিক্ত জেলা প্রশাসক(সাবিক) মোঃ আবু জাফর,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ,বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। সভায় বক্তারা বলেন,দুর্নীতি হচ্চে একটি সামাজিক রোগ,আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই দুনীতির মোকাবেলা করতে হবে। ছোট থেকে বড় সকল প্রকার সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে আমাদেরকে এই দুনীতির বিরুদ্বে রুখে দাড়াতে হবে। অন্যথায় এই দুনীতি বন্ধ করা যাবেনা। প্রতিষ্ঠানের প্রধানগণ যদি প্রতিষ্ঠানটিকে দুর্নীতি মুক্ত চাই,তাহলে অনেকটা দুর্নীতি কমে আসবে বলে মনে করেন সমাজের সচেতন মহল। দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন সেটা আমাদের সকলের জন্য সারা বিশ্বের দরবারে অপমান জনক। তাই আসুন আমরা নিজে দুর্নীতিকে না করি,এবং অন্যজনকে দুর্নীতি করা থেকে বিরত রাখার জন্য চেস্টা করি।তাহলে আমরা একটা দুনীতি মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো।আলোচনা সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন,সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোঃ ইমান আলী,বান্দরবান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দপক সদস্য গীতা শ্রী বিশ্বাস,জাতীয় মানবাধিকার কমিশন বান্দরবানের সভানেত্রী ডনাই প্রু নেলী,প্রথম আলো বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি সহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন আলোচনা সভায় নিজের মতামত তুলে ধরেন। আলোচান সভা সঞ্চলনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লে লুং খুমী,তাঁর সাথে সভায় সহযোগী হিসেবে ছিলেন,এ এসিং মারমা। পরে আলোচনা সভার সভাপতি অং চ মং মারমা উপস্থিত সকলকে সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্ত করেন।


শেয়ার করুন