বান্দরবানে এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিজিবির টহল

রিপন চক্র বর্ত্তী, বান্দরবান::

বান্দরবান(বিজিবি) সেক্টরের ১২ প্লাটুন সদস্যের নিরাপত্তা প্রহরায় এসএসসি পরীক্ষার প্রথমদিন শুক্রবার সকালে বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের ৪৪টি কেন্দ্রে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা নিরাপদে গন্তব্যে যাওয়া আসার সুযোগ পেয়েছেন। সম্পুর্ণ নিরাপত্তার মধ্যদিয়ে পরীক্ষার্থীরা তাদের নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে গিয়ে যথাসময়েই এসএসসি ও সমমাননা পরীক্ষার প্রথমদিনের পরীক্ষা দিতে পেরেছে।বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডর কর্ণেল এসএম অলিউর রহমান বলেন,সারাদেশের মত বান্দরবানের ১৫টি,পটিয়ায় ৯টি,সাতকানিয়ায় ৮টি,লোহাগাড়ায় ৭টি এবং চন্দনাইশের ৫টি এসএসসি ও সমমনা পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীসহ তাদের অভিভাবকদের স্ব-স্ব কেন্দ্রে নিরাপদে যাতায়াত নিশ্চিতকরণে স্বয়ং সেক্টর কমান্ডারের নেতৃত্বেই বিজিবি কর্মকর্তা-সদস্যরা পরীক্ষাচলাকালীন সময় পযন্ত বিশেষ টহলদান এবং গুরুত্বপুর্ণ পয়েন্ট সমুহে অবস্থান নেন। পরীক্ষার্থী ও অভিভাবকদের মনোবল সতেজ করার জন্যে সেক্টর কমান্ডার বান্দরবান,লোহাগাড়া ও সাতকানিয়ায় ৭টি পরীক্ষা কেন্দ্রও পরিদর্শন করেন।বিজিবি বান্দরবান সেক্টরের ১২ প্লাটুন সদস্য একই ভাবে এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পযন্ত বান্দরবান ও দাক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের ৪৪টি কেন্দ্রে বিশেষ টহলদান ও গুরুত্বপুর্ণ পয়েন্টসমুহে অবস্থান নেবেন পরীক্ষার্থীসহ তাদের অভিভাবকদের নিরাপত্তার জন্যে।তারা আরো জানান,পরীক্ষা চলাকালীন সময় যে কোন নাশকা রোধে বাংলাদেশ (বিজিবি)সদা প্রস্তুত রযেছে।


শেয়ার করুন