বাধ্যতামূলক সেনাবাহিনীতে না যাওয়ায় নারীর কারাদন্ড

6b1b2d20-10fc-427f-bbeb-d4d914c0704a-400x225আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েল সরকার একজন তরুণীকে কথিত ফিলিস্তিনি সন্ত্রাসীদের প্রতিরোধে সেনাবাাহনীতে যোগদানে অস্বীকার করায় দেশটির সরকার তরুণীকে কারাদ- প্রদান করেছে। ১৯ বছর বয়সী তায়ের কামিনাকে এ মাসে ২০ দিনের জন্য কারারুদ্ধ থাকতে হয় এবং তারপর সে ছাড়া পায়।
শুক্রবার গণমাধ্যম সূত্রে জানা যায়, আশা করা হয়েছে সে সেনাবাহিনীর প্রশিক্ষণে যাবে। তবে তা যেতে অস্বীকার করলে রোববার মেয়েটিকে আবার জেলে যেতে হতে পারে।


শেয়ার করুন