বাণিজ্য সম্প্রসারণে ভারতীয় প্রতিনিধিদল বেনাপোলে

benapolসিটিএন ডেস্ক : বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে ভারতের মিনিস্ট্রি অব এক্সটারনাল অ্যাফেয়ার্সের তিন সদস্যের একটি প্রতিনিধিদল বেনাপোল বন্দর পরিদর্শন করেছেন।

বুধবার (১১ মে) বিকেল ৪টায় ভারতের মিনিস্ট্রি অব এক্সটারনাল অ্যাফেয়ার্সের পরিচালক কাজরী বিশওয়ালের  নেতৃত্বে  প্রতিনিধিদলটি বেনাপোল বন্দর পরিদর্শন করেন।

এর আগে দুপুর ২টায় প্রতিনিধিদলটি বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দর পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধিদলে কাস্টমস ও বন্দর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বেনাপোল বন্দর অডিটরিয়ামে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল  বন্দরের উপ পরিচালক আ. জলিলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার বাছির আহমেদ, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টে অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বারের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।


শেয়ার করুন