বাজি ধরে নিষিদ্ধ ঘোষণা নারী ক্রিকেটার

13ক্রীড়া ডেস্ক :

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ওই টেস্ট নিয়েই কি না জুয়া খেলতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ারই এক নারী ক্রিকেটার। কিন্তু বিধি বাম, পিয়েপা ক্লিয়ারি নামক ওই নারী ক্রিকেটার ধরা পড়লেন হাতে-নাতে। ফলে আর যায় কোথায়, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ) ৬ মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে তাকে।
১৯ বছর বয়সী পিয়েপা বিগ ব্যাশ লিগে পার্থ স্কোরচার্সের হয়ে খেলেন। তিনি নিজেও স্বীকার করেছেন যে, গত নভেম্বরে অসি-কিউয়িদের মধ্যে তৃতীয় ও শেষ টেস্ট চলাকালীন ১৫.৫০ অস্ট্রেলিয়ান ডলারের বাজি ধরেছিলেন।
পিয়েপার ঘটনাই প্রথম নয়। এর আগে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালেও ম্যাচ নিয়ে বাজি ধরার অভিযোগে দু’বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আরেক নারী ক্রিকেটার অ্যাঞ্জেলা রিকস। যিনি বিগ ব্যাশে খেলেন সিডনি সিক্সার্সের হয়ে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সোজা জানিয়ে দিয়েছে, ক্রিকেটারদের ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে যাওয়ার ঘটনায় তারা কোনওরকম আপোস করবে না। ঘটনাচক্রে বিগ ব্যাশে খেলা ক্রিকেটাররাই এ ধরণের ঘটনায় জড়িয়ে পড়ছেন বেশি।


শেয়ার করুন