বাচামিয়ার ঘোনা দাখিল মাদ্রাসা হেফজ ও এতিমখানায় বই বিতরণকালে খোরশেদ আরা হক এমপি

‘সরকারের উন্নয়নে আন্তরিক নয় এমন কর্মকর্তা কক্সবাজার থাকার যোগ্যতা রাখেন না’

78প্রেস বিজ্ঞপ্তি ৥

কক্সবাজার সদর-রামু আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ি কমিটির সদস্য আলহাজ্ব খোরশেদ আরা হক বলেছেন, শেখ হাসিনা সরকার উন্নয়নে আন্তরিক। যার ফলে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। ১ জানুয়ারি সারা দেশে শিশুদের হাতে বই তুলে দিয়ে প্রমাণ করেছে সরকার শিক্ষা উন্নয়নে কতটুকু ভুমিকা রাখছেন।
তিনি বলেন, সরকারের উন্নয়নে যারা আন্তরিক নয়, সেসব কর্মকর্তা কক্সবাজার থাকার যোগ্যতা রাখেন না। তাদের কঠোর হস্তে দমন করা হবে।
শহরের বাচামিয়ার ঘোনা দাখিল মাদ্রাসা হেফজ ও এতিমখানায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদ্যাপন ও বই বিতরণ অনুষ্ঠানে রোববার দুপুরে তিনি এসব কথা বলেন।
উপরোক্ত কর্মসুচি বাচামিয়ার ঘোনা দাখিল মাদ্রাসা হেফজ ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আমিন উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার পৌর কাউন্সিলর মনজুমন নাহার, চম্পা উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মাষ্টার আবদুল মাবুদ ও প্রধান শিক্ষক মাওলানা ফোরকান আহমদ।
উল্লেখ্য যে, ২০০০ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে সাড়ে ৩শ’ শিক্ষার্থী রয়েছে। এদের পাঠদান করছেন, ১৫ জন শিক্ষক-শিক্ষিকা।


শেয়ার করুন