৩ লক্ষ টাকার মালামাল লুট

বাইশারী বাজারের মোবাইল দোকানে দূর্ধর্ষ চুরি

5fd00ea3-477b-45af-81cc-b4e1612c350eমুফিজুর রহমান, বাইশারী 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারের মাদার টেলিকম নামের একটি মোবাইল সামগ্রী বিক্রির দোকানে গত রবিবার দিবাগত রাতে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত রবিবার দিবাগত রাতে বাইশারী বাজারের গনি মার্কেটে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় বাইশারী সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, ইউপি চেয়ারম্যান মনিরুল হক, বাজার কমিটির সাধারন সম্পাদক শহিদুল হক, ব্যবসায়ী নেতা আব্দুল করিম বান্টু, জহির আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
দোকান মালিক আনিছুল হক বলেন, প্রতিদিনের মত ব্যবসা শেষে রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যায়। পর দিন ১৪ ই মার্চ (সোমবার) সকাল ৯ টায় দোকান খুলে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে পিছনের রুমে গিয়ে দেখে দরজা ভাঙ্গা এবং গর্ত খুড়ে দোকানে প্রবেশের চিত্র।
তিনি আরো জানান, তার ক্যাশে থাকা নগদ বিশ হাজার টাকা, ৫০টি মোবাইল সেট, ২০টি ব্যাটারী, ১টি ডিজিটাল ক্যামেরা, ১টি ল্যাপটপ, ৩৫টি মেমোরী কার্ড, ৪০টি চার্জার, ইয়ারফোন ও এম সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। যার মূল্য ৩ লাখ টাকার অধিক হবে বলে দোকান মালিক জানান।
এদিকে গতকাল সোমবার সকালে বাজার এলাকায় ঘুরাঘুরি করার সময় দোকান চুরির সাথে জড়িত সন্দেহে ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন, রামু উপজেলার গর্জনীয়া ইউনিয়নের বড়বিল এলাকার বাসিন্দা মৃত মোজাফ্ফর আহমদের পুত্র মোবারক (২৪), চন্দনাইশ থানার দোয়াছড়ি এলাকার বাসিন্দা নুরুন্নবী (২৬), চট্রগ্রামের বাইন্না পাড়ার বাসিন্দা কৃঞ্চ দাশ (৪০)। চুরির সাথে জড়িত সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান বাইশারী তদন্ত কেন্দ্রের এ.এস.আই ফারুক। এই রিপোর্ট লিখা ও পাঠানো পর্যন্ত আটক ৩ ব্যক্তি বাইশারী তদন্ত কেন্দ্রের হাজত খানায় রয়েছে।


শেয়ার করুন