বাইশারীতে জেএসএস’র কর্মী সম্মেলন 

a9f52f5f-ea2c-4dac-8a1f-2e11c7d4c304 (1)মুফিজুর রহমান, বাইশারী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জে,এস,এস) কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ সকাল ১০ টায় ইউনিয়নের চাক হেডম্যান পাড়া কমিউনিটি সেন্টারের হল রুমে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বাইশারী ও দোছরী ইউনিয়নের শত শত পাহাড়ী নারী পুরুষ অংশ গ্রহন করেন। ইউনিয়ন জে.এস.এস নেতা ক্যাচিং মং মার্মার পরিচালনায় শুরু হওয়া কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন সভাপতি মাষ্টার নিউলামং মার্মা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিতিদের মাঝে জেলা কমিটির সভাপতি উ: উছোমং মার্মা বলেন, শান্তি চুক্তির দীর্ঘ ১৮ বছর পার হয়ে গেলেও সরকার চুক্তির যথাযথ বাস্তবায়ন এখনো করেন নাই। পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জুম্মু জাতি গোষ্ঠীর অধিকার বাস্তবায়ন, পাহাড় দখল বন্ধ, সরকারের দমন নিপীড়ন বন্ধ সহ বিভিন্ন অন্যায় অবিচার থেকে রক্ষার পাওয়ার জন্য দাবী উপস্থাপন করা হয়। অন্যথায় দাবী বাস্তবায়ন না হলে অসহযোগ আন্দোলনের মত কঠিন আন্দোলন গড়ে তোলার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক য়াংঙা ¤্রাে, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি থানা শাখার সভাপতি মংমং মার্মা, সাধারণ সম্পাদক মংনু মার্মা, মহিলা সমিতির সভানেত্রী এচিংনু মার্মা, দোছরী ইউনিয়ন সভাপতি সৌম্য তংচংগ্যা, ক্যহ্লাচিং চাক প্রমুখ।


শেয়ার করুন