কক্সবাজারে উত্তর-উপনিবেশী কবিতা বিষয়ক সভায় ড. জিল্লুর রহমান

বাংলা কবিতাকে ঘরে ফেরাবে কবিরা

12033531_1050912784953312_1269273719_nসংবাদ বিজ্ঞপ্তি॥
বাঙালি জাতির ভাবসম্পদ ও চিন্তাসুন্দরকে বুকে নিয়ে ঘরে ফিরবে বাংলা কবিতা। হাজার বছর ধরে চলা নিজস্ব নন্দন স্রোতেই চিন্তামুক্তির দাঁড় টানবে আজকের কবিরা। সামরাজ্যবাদ ও উপনিবেশী চিন্তাবলয় থেকে মুক্তির জন্যে পৃথিবীব্যাপি অতন্দ্র অবদান রাখবে বাংলা ভাষার নতুন কবিরা। গরাণ শিল্প সাহিত্য সভা আয়োজিত রোববার সন্ধ্যায় কক্সবাজার কেজি এ- মডেল হাই স্কুলে গরাণ সম্পাদক কবি মানিক বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত উত্তরাধুনিক সাহিত্য চিন্তা বিষয়ে বলতে গিয়ে আশির দশকের কবি উত্তরাধুনিক চিন্তাধারার অন্যতম চিন্তুক কবি ড. জিল্লুর রহমান এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন মূল্যায়ন সম্পাদক কবি অমিত চৌধুরী, কবি সিরাজুল হক সিরাজ, শিল্পী অরণ্য শর্মা, প্রাবন্ধিক অধ্যাপক জসিম উদ্দিন, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রিদুয়ান আলী, কালাম আজাদ, ফয়সাল মাহমুদ সাকিব, ফরিদ আলী, আমান উল্লাহ, অতনু, মোহাম্মদ রোবেল প্রমুখ।


শেয়ার করুন