বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে তদন্ত করবে আইসিসি

স্পোর্টস ডেস্ক:

বাংলাদশে-ভারত কোর্য়াটার-ফাইনাল ম্যাচটি  নিয়ে আইসিসি তদন্ত ও বিশ্লেষণ করবে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আর এই বিষয়টি নিয়ে বিসিবি আনুষ্ঠানিক আপত্তি জানানোর পর আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এই আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

এ  বিষয়ে নাজমুল হাসান বলেন, ‘বাংলাদশে-ভারত ম্যাচ  শেষ হওয়ার পর পরই আমরা আইসিসির কাছে একটি লিখিত অভিযোগ দেই। সেখানে আমরা আমাদের পর্যবেক্ষণের বিষযটি উল্লেখ করেছি। এরপর এ  বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসনের কাছ থেকে আমরা প্রাথমিক সাড়া পাই। তিনি আমাকে বলেছেন, তারা বাংলাদশে-ভারত ম্যাচ বল-বাই-বল তদন্ত ও বিশ্লেষণ করে দেখবেন। তাদের তদন্ত ও বিশ্লেষণ শেষে ফলাফল আমাদের জানাবেন।’

তিনি আরও জানান, ঐ ম্যাচের আম্পায়ারিং নিয়েই শুধু বিসিবি অভিযোগ তুলেছে, ম্যাচের প্রতিপক্ষ ভারতকে নিয়ে কোনো অভিযোগ জানানো হয়নি।


শেয়ার করুন