বাংলাদেশ নদী পরিব্রাজক দল গাজীপুর জেলা শাখা গঠিত

president-secretaryসংবাদ বিজ্ঞপ্তি :

নদী ও পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ নদী পরিব্রাজক দল। যারা নদী ভ্রমণ করে, সরেজমিন নদী পরিদর্শন করে, নদীর অর্থনৈতিক ও পর্যটন গুরুত্ব বিশ্লেষণ করে, নদী বিষয়ে নদী পাড়ের মানুষের সাথে তথ্যের আদান প্রদান করে, নদী পাড়ের মানুষ ও তরুণ প্রজন্মকে সচেতন করার চেষ্টা করে। সংগঠনটি বিশ্বাস করে নদী পাড়ের মানুষ ও তরুণ সমাজ নদী বিষয়ে সচেতন হলে নদী সুরক্ষার কাজটি অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশ নদী পরিব্রাজক দল নদী ও জলাশয় রক্ষা,প্রতিবেশ রক্ষা, উন্নয়ণ ,সংরক্ষণ ও নদীর তীরবর্তী জনগোষ্ঠীর কল্যাণে গঠিত একটি স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক। নদী বাংলাদেশের জীবন রেখা । নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। নদী বাঁচলেই প্রাণের অস্থিত্ব টিকে থাকবে। সভ্যতা ও সংস্কৃতি টিকে থাকবে। তাই তরুণ সমাজসহ সকলকে নদী বিষয়ে আগ্রহী ও উদ্যোগী করতে সংগঠনটি নদী রক্ষায় নদী ভ্রমণ, নদী পরিদর্শনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে ও নদীর পাড়ের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহন করে। সরেজমিন নদী বিষয়ে তথ্য সংগ্রহ করা,নদী মরে যাওয়া,নদী দূষিত হওয়ার ভয়াবহতা সম্পর্কে মানুষকে অবহিত করাও এ নেটওয়ার্কের অন্যতম একটি কাজ। নিরীহ, অবহেলিত নদী কেন্দ্রিক মানুষ, জলচর ও জল নির্ভর প্রাণীর সেবা ও বিরুপ পরিবেশ থেকে নিরাপদ-বাসযোগ্য আশ্রয় পাওয়ার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নদী পরিব্রাজক দল বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে। এবার এ মহৎ কাজে যুক্ত হলেন গাজীপুরের কিছু উদ্যোমী তরুণ। গঠন করা হলো বাংলাদেশ নদী পরিব্রাজক দল গাজীপুর জেলা শাখা। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক তাহাজুল ইসলাম ফয়সাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।জেলা নেটওয়ার্কের সভাপতি মোস্তফা হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক হিসেবে মাইনুল ইসলাম টিপু দায়িত্ব পালন করবেন। কমিটিরি অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি কে.এইচ শাওন, সহসভাপতি আজিজুল ইসলাম কামাল, সহ সাধারণ সম্পাদক মো.সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক রাকিবূল ইসলাম রবীন, সম্প্রসারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক, অর্থ সম্পাদক মেহেদী হাসান সিরাজ, গবেষণা সম্পাদক এ.জি কায়কোবাদ, প্রকাশনা সম্পাদক তানভীর আহম্মেদ চৌধুরী, ভ্রমণ সম্পাদক আজিজুর রহমান, জনসংযোগ সম্পাদক তৌহিদুজ্জামান মোল্লা, জীববৈচিত্র্য বিষয়ক সম্পাদক নাদিমুল ইসলাম নিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসনাত দর্জি সুমন, সাংস্কৃতিক সম্পাদক বদরুল আলম পনির, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম শামীম ও পাঠচক্র সম্পাদক তরিকুল ইসলাম খোকন।


শেয়ার করুন