বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির অভিষেক 

বার্তা পরিবেশকঃ

বাংলাদেশ নদী পরিব্রাজক দলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক ও নদীর জন্য তারুণ্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২৫ফেব্রুয়ারি শনিবার সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর নির্বাচন পরিচলনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.মো.মন্জুরুল কিবরিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও সেন্টার ফর সোশ্যাল সাইন্স এন্ড রিসার্চ ট্রেনিং এর পরিচালক অধ্যাপক ড.মো.আবুল হোসেন, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের জীবন সদস্য অধ্যাপক অসীম বিভাকর।
নদীর জন্য তারুণ্য শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থপন করেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.মনির হোসেন।
বিদায়ী সভাপতি মো.মোশাররফ হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী হাবিবুর রহমান প্রধান।

পরে প্রধান অতিথি প্রকৌশলী মো. হাবিবুর রহমান প্রধানকে সভাপতি ও ইসলাম মাহমুদকে
সেক্রেটারী জেনারেল করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ নদী পরিব্রাজক ২০২৩-২০২৪ সালের কমিটি ঘোষণা করেন।
অন্যান্য সদস্যরা হলেন- সি. সহসভাপত সারওয়ার সাঈদ, সহসভাপতি ড. মোহাম্মদ আলী সিদ্দিকী,ড. মো. ইসমাইল হোসেন, মো. নুরুজ্জামান শিপন, খন্দকার শাহিদুল হক, স্থপতি মো. মিজানুর রহমান, মো. তাজুল ইসলাম, শহীদুল ইসলাম খোকন,সিনিয়র যুগ্মসম্পাদক (এক্সিকিউটিভ সেক্রেটারি)এ এফএম এনামুল হক (মামুন), যুগ্মসম্পাদক-মো. মোতাহার হোসেন খান, মোহাম্মদ মনির হোসেন সরকার, আতাউর রহমান মিন্টু, এড. সখিনা জামান বর্ণা , মো. নাজিম উদ্দিন ,কাজী তানিয়া পারভিন মুন্নী ,অন্তু চৌধুরী,  সাংগঠনিক সম্পাদক, মো. ফরিদ উদ্দিন সোহেল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মির্জা ওবায়দুর রহমান, ফজলুল হাক সাকী , কোষাধ্যক্ষ প্রকৌশলী শাহরিয়ার সুলতান, আন্তর্জাতিক সম্পাদক-ড. মো. ওমর ফারক (কানাডা প্রবাসী), যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক- ড. রাফিউল খন্দকার (মালয়শিয়া প্রবাসী), রবিউল ইসলাম শান্ত, গবেষণা সম্পাদক-ওয়াশিম ওয়াজেদ, আসফিয়াক মোহাম্মদ খালিদ , আইন বিষয়ক বিষয়ক সম্পাদক-এড. মেহেদী হাসান, দপ্তর সম্পাদক প্রকৌশলী সুমন আহমেদ, জনসংযোগ সম্পাদক-মো. বিল্লাল হোসেন, যুগ্ম জনসংযোগ সম্পাদক নজরুল করিম রনি, পানি সম্পদ বিষযক সম্পাদক- প্রকৌশলী শফিকুল ইসলাম,
কৃষি বিষযক সম্পাদক-নোমান মোল্লা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক-প্রকৌশলী মো. সেতু, সাংস্কৃতিক সম্পাদক-মো. গোলাম মোস্তাফা খান, কো-অর্ডিনেটিং এক্সিকিউটিভ, আবির আব্দুল্লাহ, নির্বাহী সদস্য ( সিসিএসি) মুহাম্মদ মোশারফ হোসেন, আবুল কালাম আযাদ , এ এইচ এম কামরুজ্জামান, জাবেদ সারোয়ার, মো. শাহাদাত হোসেন, মো. জিয়াউর রহমান, খুরশিদ-উল-আলম অরুন, আবু মান্নাফ খান , নির্বাহী সদস্য-মো. খলিলুর মজু রহমান,আনছার হোসেন, আদিল হোসেন,ডা. হেমন্ত চন্দ্র পাল , সাঈদ চৌধুরী, আব্দুর রহমান আরমান, রোজী হোসেন, মোসা: তাহমিনা খান, এজি কায়কোবাদ,অলিউর রহমান, আবু মান্নাফ খান, খুরশিদুল আলম।

উল্লেখ্য, বাংলাদেশ নদী পরিব্রাজক দল নদী ও জলাশয় রক্ষা, প্রতিবেশ রক্ষা, উন্নয়ণ,সংরক্ষণ ও নদীর তীরবর্তী জনগোষ্ঠীর কল্যাণে গঠিত একটি স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক। নদী বাংলাদেশের জীবন রেখা। নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। নদী বাঁচলেই প্রাণের অস্তিত্ব টিকে থাকবে। সভ্যতা ও সংস্কৃতি টিকে থাকবে। তাই তরুণ সমাজসহ সকলকে নদী বিষয়ে আগ্রহী ও উদ্যোগী করতে সংগঠনটি নদী রক্ষায় নদী ভ্রমণ, নদী পরিদর্শনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে ও নদীর পাড়ের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহন করে থাকে এ সংগঠনটি।


শেয়ার করুন