‘বাংলাদেশের ক্রিকেট এখানেই থেমে যাবে না’

2495104d4b0e6dd335cedad7dbd2ff82-Mashrafee-400x299ক্রীড়া ডেস্ক :

সংবাদ সম্মেলনে দুই চোখের কোনে চিকচিক করছিল অশ্রু। মাশরাফি বিন মুর্তজার ওপর দিয়ে কতটা ঝড় বয়ে গেছে, সেটা চেহারা দেখেই বোঝা যাচ্ছিল। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হারের ভার বহুদিন বয়ে বেড়াতে হয়েছে। তবে আজ যেটা হলো, সেই অশ্রু শুকাতে বাংলাদেশেরও আরও অনেক সময় লাগবে। হতাশার ধ্বংসস্তূপে দাঁড়িয়েও মাশরাফি শোনালেন আশার গান।

পুরো ম্যাচেই ওই তিন বল বাদ দিয়ে দিলে বাকি সময়টা সবকিছুই ঠিকঠাক করেছিল বাংলাদেশ। মাশরাফির কন্ঠে বারবার ওই আক্ষেপটা ঘুরে ঘুরে এলো, ‘দেখুন, ওই তিন বল বাদ দিলে বাকি সময় আমরা সবকিছুই ঠিকঠাক করেছি। জেতার জন্য যা দরকার তার সবকিছুই আমরা করেছি। আমরা হয়তো ওই বলে একটা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে দেখতে পারতাম। হয়তো ওই বলে একটা সিঙ্গেল নিলে আমাদের কাজটা সহজ হতো। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আমি আসলে ঠিক বুঝতে পারছি না কী বলা উচিত। হয়তো ভাগ্যেরও একটা ব্যাপার ছিল।’

কিন্তু এমন একটা পরাজয় কি বাংলাদেশের জন্য বড় একটা ধাক্কা হয়ে আসবে না? সংবাদ সম্মেলনে বার বার মাশরাফিকে এই প্রশ্ন করা হলো। মাশরাফি সামনের দিকেই তাকালেন, ‘এখানেই তো সবকিছু শেষ নয়। সামনে আমাদের আরও একটা ম্যাচ আছে। বাংলাদেশের ক্রিকেট এখানেই থেমে যাবে না।’

ব্যাটিং অর্ডারে পরিবর্তন, মাশরাফির এগিয়ে আসা, এসব নিয়েও কথা উঠল। মাশরাফি জানালেন, (ভারতের) স্পিনাররা ছিলেন বলেই নিজেকে ওপরে নিয়ে এসেছিলেন। আর ডান বাম কম্বিনেশনের জন্য সৌম্য নেমেছেন সাতে। কিন্তু এমন একটা ম্যাচের পর এসব কাঁটাছেড়াও হয়তো অর্থহীন মনে হবে। ঐ তিন বলের আফসোসটাই বার বার ঘুরে ঘুরে আসবে, আরো বহুদিনই হয়তোৃ

প্যাভিলিয়ন


শেয়ার করুন