বাংলাদেশি জন্মান্ধ হাফেজ কলিমের সাফল্য

kolim_bg_390710583সিটিএন ডেস্ক:

জন্ম থেকে নেই তার চোখে জ্যোতি। তার পরও সে থেমে থাকেনি। কারণ, তার অন্তরে ছিল জ্ঞান আহরণের অদম্য পিপাসা আর প্রবল আকাঙ্খা। তার এই মনোবলই তাকে দিয়েছে সাফল্য অর্জনের এক অসাধারণ মুকুট। বলছি, দৃষ্টি প্রতিবন্ধী হাফেজে কোরআন কলিম সিদ্দিকীর কথা।

চোখের আলো নেই তাতে কি? অন্তরের আলোয় উদ্ভাসিত কলিম সিদ্দিকী অত্যন্ত সযতনে লালন করেছেন তার বুকে পবিত্র কোরআনে কারিম। বিস্ময় বালক এই অন্ধ হাফেজের সুললিত কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে মুগ্ধ দেশবাসী। তাদের কথা, এটা আল্লাহতায়ালার অপার মহিমা ছাড়া আর কিছুই নয়।

জন্মান্ধ হাফেজ কলিম সিদ্দিকী সুনামগঞ্জের ছাতক উপজেলার দুনবাড়ী বাজার এলাকা জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের আগস্ট মাসে জামিয়া মাছুমিয়া ইসলামিয়া মাছিমপুর মাদরাসার হিফজ শাখায় ভর্তি হয়ে অল্প সময়ের মাঝেই পবিত্র কোরআন হিফজ করতে সক্ষম হন।

২০১৫ সালে পিএইচপি কোরআনের আলো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশে স্থান লাভ করে সবাইকে তাক লাগিয়ে দেয়। বর্তমানে মাদরাসা কর্তৃপক্ষ তাকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত করছেন।

হাফেজ কলিম সিদ্দিকী তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়াপ্রার্থী।


শেয়ার করুন