বাঁশের কেল্লার অ্যাডমিন ৮ দিনের রিমান্ডে

বাংলামেইল:

103717_1

 ছাত্রশিবিরের প্রচার বিভাগের প্রধান সমন্বয়ক ও বাঁশের কেল্লার অ্যাডমিন এম জিয়া উদ্দিন ফাহাদকে আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার মেট্রোপলিটন মোল্যা সাইফুল আলম পল্লবী থানার তথ্য প্রযুক্তি আইনের এই মামলায় ডিবি পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ওই আদেশ দেন।

গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা ক্যাডেট কলেজের শিক্ষকদের আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।

রিমান্ডকৃত ফাহাদ ‘বাঁশের কেল্লা’, ‘তিতুমীরের বাঁশের কেল্লা’, ‘বাকশাল নিপাত যাক’, ‘ডিজিটাল রূপে বাকশাল’, ‘আওয়ামী ট্রাইব্যুনাল’, ‘ইসলামী অনলাইন এক্টিভিস্ট’, ‘বিএএন বাঁশখালী নিউজ-২৪’সহ অর্ধশতাধিক ফেসবুক পেইজের অ্যাডমিন পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন বলে জানা গেছে।

প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলামের দেয়া তথ্য মতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহাদ জানিয়েছেন- বর্তমানে তিনি ছাত্রশিবিরের প্রচার বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনের কথা স্বীকার করেছেন। তিনি ছদ্মনামে অর্ধশতাধিক ফেসবুক ও ই-মেইল আইডি খুলে এবং ওইসব আইডি ব্যবহার করে দেশের বিশিষ্ট ব্যক্তি, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য প্রচার করে আসছিলেন।

২১ ফেব্রুয়ারি পল্লবী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে এ মামলাটি করেন ডিবি পুলিশের এসআই তোফাজ্জাল হোসেন।


শেয়ার করুন