বাঁকখালী নদী দখলের প্রমাণ পেয়েছে দুদক দুদক

সিটিএন ডেস্ক :

বাঁকখালী নদীর তীর অবৈধভাবে দখল করে আসছে সরকার দলীয় নেতাসহ প্রভাবশালীরা। এমন অভিযোগ দীর্ঘদিনের। অবশেষে সরেজমিনে পরিদর্শনের পর অবৈধ দখলের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক রতন কুমার দাশ।
বুধবার (২৯ মে) দুপুরে বাঁকখালী নদীর কস্তুরাঘাট থেকে বাজারঘাটা পয়েন্ট পর্যন্ত পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।
দুদকের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক রতন কুমার দাশ জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে কাজ করছে দুদক। বাংলাদেশের ঐতিহ্যবাহী নদীর মধ্যে বাঁকখালী নদী একটি। এ নদীর তীরে যেভাবে স্থাপনা করা হয়েছে তা যদি চলতে থাকে, তাহলে আগামীতে এ নদী হারিয়ে যাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- দুদকের চট্টগ্রাম বিভাগের কর্মকর্তা জাফর সাদেক শিবলীসহ পরিদর্শন দলের অন্যান্য সদস্যরা।


শেয়ার করুন