বাঁকখালীতে ফিশিংবোটে স্পীডবোটের ধাক্কা, শিশু নিখোঁজ

images (1)চীফ রিপোর্টার, সিটিএন:
কক্সবাজার-মহেশখালী নৌ-রুটের ৬নং ঘাটের অদূরে ফিশারী সংলগ্ন বাঁকখালী নদীতে স্পীডবোট ও ফিশিংবোটের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্পীডবোটটির যাত্রী এক শিশু নিখোঁজ রয়েছে। সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নদীতে পড়ে যাওয়া দু’ যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
স্পীড সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, যাত্রীবাহী একটি স্পীডবোট ৬নং ঘাট থেকে মহেশখালী উদ্দেশ্যে যাচ্ছিল। ঘাটের অদূরেই ফিশারি ঘাট এলাকায় গেলে একটি বিশালাকার ফিশিংবোটকে ধাক্কা দেয় স্পীডবোটটি। এতে মূহুর্তের মধ্যে স্পীডবোটটি ধাক্কা খেয়ে পড়ে এক শিশুসহ ৩ যাত্রী নদীতে ছিটকে পড়ে। তাৎক্ষণিক ২জনকে উদ্ধার করা গেলেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। শিশুকে উদ্ধারে তৎপরতা চলছে। এ ব্যাপারে এখন পর্যন্ত স্পীড মালিক কর্তৃপক্ষের কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 


শেয়ার করুন