বস্তুনিষ্ঠ ও উন্নয়ন সাংবাদিকতা দিয়ে এগিয়ে যাবে সিটিএন

12071790_517239285101065_1892401453_nসিটিএন রিপোর্ট:
কক্সবাজারের ব্যতিক্রমধর্মী নিউজ পোর্টাল কক্সবাজার টাইমস্ (সিটিএন) এর প্রতিনিধি সম্মেলন ও ঈদপুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১টায় সিটিএন এর নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক, সংগঠক ও ফিচার লেখক মনির হোসেন।
ঈদগাঁও প্রতিনিধি বজলুর রহমানের কোরআন তেলোয়াত ও সিটিএন এর নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিটিএন প্রধান সম্পাদক মোঃ সরওয়ার আলম। অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, সিটিএন এর মফস্বল সম্পাদক আবদুল আলীম মো: নোবেল ও চীফ রিপোর্টার শাহেদ ইমরান মিজান, নিজস্ব প্রতিবেদক কল্লোল দে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বস্তুনিষ্ঠ ও উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে কক্সবাজারের উন্নয়ন এগিয়ে নিতে হবে। একই সাথে কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। পাশপাশি হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা পরিত্যাগ করে সুষ্ঠুধারার সাংবাদিকতা দিয়ে সিটিএনকে পাঠকের দরোজায় নিয়ে যেতে হবে।’
এই জন্য সিটিএন এর সাংবাদিক ও প্রতিনিধিদের আন্তরিক ও সৌজন্যতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, নিজস্ব প্রতিবেদক মুহাম্মদ হোসাইন, নিজস্ব প্রতিবেদক মহিউদ্দীন মাহী, উখিয়াস্থ স্টাফ রিপোর্টার শফিক আজাদ, মহেশখালীস্থ স্টাফ রিপোর্টার এম. বশির উল্লাহ, বান্দরবান প্রতিনিধি রিপন চক্রবর্তী, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি আবুল বশর নয়ন, মহেশখালী প্রতিনিধি হারুনর রশিদ, সিটিএন পাঠক ফোরাম সমন্বয়ক কামরুল হাসান মিনার, ঈদগাঁও প্রতিনিধি বজলুর রহমান, লামা প্রতিনিধি এম. বশিরুল আলম, আলী কদম প্রতিনিধি এস.এম জুয়েল, বাইশারী প্রতিনিধি মুফিজুর রহমান। কলেজ প্রতিনিধিদের মধ্যে উপছিলেন, কক্সবাজার সরকারি কলেজ প্রতিনিধি মোঃ মনছুর আলম, কক্সবাজার সিটি কলেজ প্রতিনিধি আশরাফ বিন ইউছুপ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিনিধি মো: আবু তালহা সিদ্দিকী, রামু ডিগ্রি কলেজ প্রতিনিধি মো: রাকিবুল ইসলাম প্রমুখ। 12030797_517237605101233_2050411393_n
প্রতিনিধি সম্মেলনে উখিয়া প্রতিনিধি শফিক আজাদ ও মহেশখালী প্রতিনিধি এম.বশির উল্লাহকে স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতির ঘোষণা দেয়া হয়। একই সাথে মহেশখালী প্রতিনিধি হিসেবে হারুনর রশিদকে ঘোষণা দেয়া হয়।
একই সাথে সিটিএন এর পেকুয়া প্রতিনিধি সাখাওয়াত হোসেনের উপর হামলায় ঘটনায় নিন্দা জানানো হয়। একই সাথে সিটিএন এর প্রধান সম্পাদকের অসুস্থ পিতার আরোগ্য কামনা করা হয়।


শেয়ার করুন