বর্ষবরণে বস্ত্রহরণে জড়িতরা জবি ছাত্রলীগ কর্মী

বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের বস্ত্রহরণ করে ভিডিও করাসহ যৌন নিপীড়নে জড়িত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীদের পরিচয় জানা গেছে।

জড়িত ছাত্রলীগ কর্মীরা হলেন নাজমুল, আলাউদ্দিন, চঞ্চল। এর মধ্যে আলাউদ্দিন ও চঞ্চলকে নিজের কর্মী হিসেবে স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জনের সঙ্গে থাকা সংগঠনের কয়েকজন কর্মী উত্তরণ বাসে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। চানখারপুলে এলে সবাই মিলে নাজমুলসহ কয়েকজনকে মারধর করে বাস থেকে নামিয়ে দেয়।

উত্তরণ বাসের পেছনে থাকা অনির্বাণে ছিলেন রোহান। তিনি নেমে ঘটনার ছবি তুললে নাজমুলসহ কয়েকজন তার ওপর চড়াও হয়।

রোহান বলেন, ‘আলাউদ্দিন, চঞ্চল ও নাজমুল আমার ক্যামেরা কেড়ে নিয়ে ছবিগুলো মুছে দেয়। তারা আমাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছে।’

এই বিষয়ে সুরঞ্জন বলেন, ‘নাজমুল নামের ছেলেটিকে আমি চিনি না। তবে আলাউদ্দিন এবং চঞ্চল আমার কর্মী। ছাত্রীদের ইভটিজিং করা এবং সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় আমি দুঃখপ্রকাশ করছি। এ বিষয়ে আমি অবশ্যই ব্যবস্থা নেব।’

জবির ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ বলেন, ‘ইভটিজিং-এর ঘটনা অবশ্যই ন্যাক্ক্যারজনক। সাংবাদিকের কাজে বাধা দেওয়াও অন্যায়। অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

TSC Nari bibostro


শেয়ার করুন