বন্যায় পাকিস্তানে ৮১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে গত দু সপ্তাহের অতিবৃষ্টি ও বন্যায় প্রাণ হারিয়েছে ৮১ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো তিন লাখ মানুষ। মঙ্গলবার দেশের দুর্যোগ ব্যবস্থাপণা সংস্থার এক মুখপাত্র এ খবর জানিয়েছেন।

মুখপাত্র আহমেদ কামাল সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, বন্যা ও বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশটি। বন্যায় এই রাজ্যটিতে মারা গেছে কমপক্ষে ৩৪ জন। এছাড়া আজাদ কাশ্মীরে ১৯, পাঞ্জাব পদেশে ১১, বেলুচিস্তানে ৮ এবং গিলগিত বালতিস্তানে পাঁচজন প্রাণ হারিয়েছে।

বন্যা দুর্গত এলাকাগুলো থেকে ইতিমধ্যে ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে । বন্যার্তদের মধ্যে যৌথভাবে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে প্রাদেশিক সরকারগুলো এবং সামরিক বাহিনী।

দেশের উত্তর ও দক্ষিণ অংশে জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হয়েছে মৌসুমি বৃষ্টিপাত। অতি বর্ষণের ফলে বিভিন্ন স্থানে ২ হাজারের মত ঘরবাড়ি ভেঙে গেছে এবং আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ। আগামী দিনগুলোতে আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর।


শেয়ার করুন