বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জেলা জামায়াতের

প্রেস বিজ্ঞপ্তি:

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কক্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান বলেছেন, টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে কক্সবাজারে বন্যার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে জেলা সদর, চকরিয়া, পেকুয়া, রামু ও উখিয়া উপজেলাসহ নিুাঞ্চলের দেড় শতাধিক গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ৪ লক্ষাধিক মানুষ। কক্সবাজার জেলার অধিকাংশ এলাকায় ভয়াবহ বন্যায় মানুষের কষ্ঠের সীমা ছাড়িয়ে গেছে। বন্যার কারণে রাস্তা ঘাট, বাধঁ বিধস্ত হয়েছে। বাড়ি ঘর পানির নিচে তলিয়ে গেছে। এভাবে টানা বর্ষণ হতে থাকলে আল্লাহ না করুক মানবিক বিপর্যয় নেমে আসবে বলে মন্তব্য করে তিনি বলেন, এখন মানুষের শুকনো খাবার আর সাময়িক আশ্রয় স্থল প্রয়োজন।
এখনই প্রয়োজনীয় উদ্যোগ নিতে কক্সবাজার জেলা প্রশাসন সহ সকল রাজনৈতিক দল, সমাজের সার্মথ্যবান ব্যক্তিদের পানি বন্দি মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান মাওলানা মোস্তাফিজুর রহমান। তিনি ঈদগাঁওর দুজন মহেশখালীর একজনসহ বন্যায় মৃত্যুবরণকারীদের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার- পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। ৫ জুলাই তিনি ঝিলংজা, পিএমখালী ও ঈদগাঁহ বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন।


শেয়ার করুন