ঈদগাঁও’র

বঙ্খিম বাজারে ভয়াবহ অগ্নিকান্ড : দোকান কর্মচারী অগ্নিদগ্ধ

t555নিজস্ব প্রতিনিধি :

সদর উপজেলার ঈদগাঁও বঙ্কিম বাজার এলাকায় এক দোকান আগুনে ভষ্মিভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতি প্রায় ১০ লক্ষাধিক টাকা হতে পারে বলে জানা যায়। ১৪ জুন সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। সরেজমিনে ঘুরে জানা যায়, দোকান কর্মচারী আগুনের মোমবাতি বোতল ভর্তি অকটেনের উপর রেখে কাজ করে। এসময় অকটেনের বোতল গলে যাওয়ার সাথে সাথেই আগুনের লেলিহান চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এসময় দোকানে থাকা অকটেন ও পেট্রোলে আগুন লাগলে মুহুর্তের মধ্যে পুরো দোকানে ছড়িয়ে পড়ে।

এসময় কয়েকটি গ্যাস সিলিন্ডারে বিকট আওয়াজ হয়। এলাকাবাসী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ঐ দোকানের পার্শ্ববর্তী কোন দোকান না থাকায় পুরো দোকানটি আগুনে ভষ্মিভূত হয়। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও ৩৩ কিলোমিটার পার হলে ঈদগাঁওতে আসার পূর্বেই পুরো দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঈদগাঁও পুলিশ ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রাখে। দোকানে থাকা শফিক নামের এক কর্মচারীর শরীরের একাংশ আগুনে পুড়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের দাবী, জেলার বাণিজ্যিক রাজধানী নামে খ্যাত ঈদগাঁওতে ফায়ার সার্ভিস স্থাপন করা না গেলে আরো অনেক টাকা গুণতে হবে ঈদগাঁওবাসীকে। তাই দ্রুত ফায়ার সার্ভিস স্থাপন গণদাবীতে পরিণত হয়েছে।


শেয়ার করুন