বক্তব্য প্রত্যাহার করে অর্থমন্ত্রীর দুঃখ প্রকাশ

119445_1সিটিএন ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত মঙ্গলবার ‘শিক্ষকরা জ্ঞানের অভাবে আন্দোলন করছেন’ মর্মে যে বক্তব্য দিয়েছিলেন তা আজ প্রত্যাহার করে নিয়েছেন। এ বিষয়ে দুঃখও প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী তার ওই বক্তব্য প্রত্যাহার করে নেন।  এ সময় অর্থমন্ত্রী বলেন, আমার বক্তব্যে অবশ্যই শিক্ষকদের মানহানি হয়েছে। এজন্য আমি দুঃখিত।

তিনি বলেন, ‘আমি যেভাবে বক্তব্যটি দিয়েছি, তাতে তাদের অবশ্যই মানহানি হয়েছে। কারণ, ‘জ্ঞানের অভাবে’ বলা আর ‘যথাযথ তথ্য সম্বন্ধে অনবহিত’ বলার মধ্যে অনেক তফাৎ রয়েছে।’

এর আগে বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারে জন‌্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়। ওই বক্তব্যের জন্য আবুল মাল আবদুল মুহিতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আহ্বান জানান বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।


শেয়ার করুন