ফ্রান্সের বন্দর নগরী লে হাভরে ভয়াবহ অগ্নিকাণ্ড 

অনলাইন ডেস্কঃ
ফ্রান্সের অন্যতম বৃহত্তম বন্দর নগরী লে হাভরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে। খবর ডেইলি স্টার ইউকে।

স্থানীয় পুলিশ এক টুইটে জানায়, ১৯৪৫ সাল থেকে পরিত্যক্ত একটি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ধোঁয়ার কালো মেঘ কয়েক মিনিটের মধ্যেই এলাকাটি দখল করে নেয়, যা এক মাইল দূর থেকেও দৃশ্যমান ছিল।

স্থানীয় কর্তৃপক্ষ আশপাশের অঞ্চলগুলো খালি করা শুরু করেছে এবং সব বাসিন্দাকে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে এবং অঞ্চলটি এড়িয়ে চলতে বলা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুরাতন লিপটনের গুদামে আগুন লেগেছে।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকাটি থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


শেয়ার করুন