ফ্রান্সের টিভি৫মন্ডে ইসলামিক স্টেটের সাইবার হামলা

মানবজমিন :

ফ্রান্সের জনপ্রিয় টেলিভিশন নেটওয়ার্ক ‘টিভি৫মন্ড’ সাইবার হামলার শিকার হয়েছে। নজিরবিহীন এ হ্যাকিংয়ের দায় স্বীকার করেছে হ্যাকারদের একটি গ্রুপ। তারা কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য বলে দাবি করছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। টিভি৫মন্ড বলছে, তাদের টেলিভিশন সম্প্রচার কেন্দ্র, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগের সবগুলো অ্যাকাউন্টে একযোগে এ সাইবার হামলা চালানো হয়েছে। আইএসবিরোধী অভিযানগুলোতে ফ্রান্সের যে সেনা সদস্যরা অংশ নিয়েছেন, তাদের বেশ কয়েকজনের আত্মীয়-স্বজনের পরিচয়পত্র জাতীয় নথি প্রকাশ করেছে আইএস। সাইবার হামলা শুরুর ২ ঘণ্টা পর অধিকাংশ ওয়েবসাইটগুলোর নিয়ন্ত্রণ নেয় টিভি৫মন্ড। নেটওয়ার্কটির ডিজিটাল বিভাগের পরিচালক হেলেন জেম্মুর এ ঘটনাকে ‘নজিরবিহীন এবং ব্যাপক পরিসরে’ সংঘটিত সাইবার হামলা বলে মন্তব্য করেন। টিভি৫মন্ডের ফেইসবুক অ্যাকাউন্টে গেলেই একটি বার্তা দেখা যাচ্ছিল। তাতে লেখা, ‘সাইবারক্যালিফেইট ইসলামিক স্টেটের শত্রুদের বিরুদ্ধে সাইবারজিহাদ অব্যাহত রেখেছে’। আর, টিভি৫মন্ডের প্রোফাইল ছবির পরিবর্তে দেখা যাচ্ছিল ইসলামিক স্টেটের এক মুখোশধারী সদস্যের ছবি। ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট যে বিমান অভিযান পরিচালনা করছে, সেই জোটে ফ্রান্সও রয়েছে।

শেয়ার করুন