ফেসবুক নিরাপত্তায় আসছে ফেসিয়াল রিকগনিশন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক:

নিরাপত্তায় আসছে ফেসিয়াল রিকগনিশন। কেবলমাত্র অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সময়ই ফেসিয়াল রিকগনিশনের প্রয়োজন হবে। এর মাধ্যমে প্রকৃত ব্যবহারকারীকে শনাক্ত করে তার অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়া হবে।

ফেসবুক টেকক্র্যাঞ্চকে গতকাল শুক্রবার জানিয়েছে, যারা দ্রুত এবং সহজে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাদের জন্য অপশনাল হিসেবে ফেসিয়াল রিকগনিশিন পদ্ধতির সাহায্যে নিয়ে অ্যাকাউন্ট চালু করতে পারবেন। এটি ওই ডিভাইসেই কাজ করবে যেই ডিভাইসে আগে থেকেই ফেসবুক লগইন করা ছিল।

ফেসবুক এও জানিয়েছে, ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করা আগের চেয়ে আরও সহজ হবে। এতে করে বেদখল হওয়া হওয়া অ্যাকাউন্ট সহজেই পুনরুদ্ধার করা যাবে।

ফেসবুক চাইছে বিভিন্ন পন্থায় লক হওয়া অ্যাকাউন্টগুলো গ্রাহকদের দখলে আনতে। এরই অংশ হিসেবে ফেসিয়াল রিগনিশন পদ্ধতি চালু হচ্ছে।

এখন ফেসবুক অ্যাকাউন্ট লক হলে বন্ধুদের ছবি দেখিয়ে তাদের চিনে নিতে বলা হয়। এটাকে বলে ফটো আইডি ভেরিফিকেশন।

এছাড়াও ফেসবুকের আপকামিং ফিচার হিসেবে আসছে ভিডিও চ্যাট। যেটাতে নিরাপত্তার জন্য ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করা হবে।

অ্যাকাউন্ট লগ ইন করতে কিংবা ভিডিও চ্যাট করার সময় ফেসিয়াল রিকগনিশনের প্রয়োজন হবে না।


শেয়ার করুন