টেকনাফে দালালসহ আটক- ৫

ফের সক্রিয় সাগর পথে মানবপাচারকারী চক্র

vvvvvvvvvvvvv7আমান উল্লাহ আমান, টেকনাফ ॥

মালয়েশিয়া ও থাইল্যান্ডে গণ কবররের সন্ধান পাওয়ার পর সাগর পথে মানবপাচার থেমে গেলেও শীত মৌসুমে সাগর শান্ত থাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে টেকনাফের মানবপাচারকারী চক্র। দালালসহ পাচারের শিকার ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধৃতদের থাইল্যান্ডে পাচারের উদ্দেশ্যে টেকনাফের সাবরাংয়ের কাটাবনিয়া এলাকায় ঝড়ো করা হয়েছিল। সংবাদ পেয়ে বিজিবি জওয়ানরা কাটাবনিয়ার ঝাউবাগানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এরা হচ্ছে দালাল শাহপরীরদ্বীপ ডাঙ্গা পাড়ার অলি আহমদের ছেলে হোছন আলী (৩৫), সুনামগঞ্জের মৃত আবদুস সাত্তারের ছেলে এখলাছ (৩৫), মৃত জমির উল্লাহর ছেলে আবুল হোছন (৪০), মোহাব্বত আলীর ছেলে মোঃ ওয়াসিম আলী (১৯) ও ফরিদপুর আলীম গাজীর ছেলে মোঃ টিটল গাজী (২৭)।
বিজিবি সুত্র জানায়, মঙ্গলবার রাতে টেকনাফের সাবারাং বিজিবির জওয়ানরা গোপন সংবাদে কাটাবনিয়া এলাকার ঝাউবাগানে অভিযান চালিয়ে দালালসহ পাচারের শিকার ৪ জনকে আটক করা হয়। পাচারের শিকার ভিকটিমদের স্বিকারোক্তি মতে জানা যায়, ধৃত দালাল মোবাইল ফোনের মাধ্যমে মালয়েশিয়া পাচারের জন্য তাদের নিয়ে আসে। তাদের সাগর পথে থাইল্যান্ড উপকুল দিয়ে মালয়েশিয়া পৌঁছে দেয়ার কথা রয়েছে।
এব্যাপারে বিজিবি বাদী হয়ে ২৩ ডিসেম্বর বুধবার টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের হস্থান্তর করেছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার দালালসহ ৪ জন পাচারকারীকে বিজিবি কর্তৃক থানায় হস্থান্তরের সত্যতা নিশ্চিত করেছেন।


শেয়ার করুন