ফুলকুঁড়ি আসর কক্সবাজার শাখার সহকারী পরিচালকের মাতার ইন্তিকাল

Pic-Chakaria-Coxs-Phulkuri-Mothers-Namaz-e-Janaza_1শাহজালাল শাহেদ, চকরিয়া:

চকরিয়ার কৃতি সন্তান ও জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর কক্সবাজার শাখার সহকারী পরিচালক জিল্লুর রহমানের মাতা রাবেয়া খাতুন (৫৫) রোববার সন্ধ্যার দিকে বেসরকারী ক্লিনিক চকরিয়া জমজম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে ৪ছেলে ও ৫মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সোমবার ২৯ডিসেম্বর সকাল ১১টায় চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা গ্রামেরবাড়িস্থ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার বিশাল নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাফেজ এনামুল হকের ইমামতিতে অনুষ্ঠিত নামাযে জানাযায় অংশগ্রহণ করেন আওয়ামী যুবলীগ চকরিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি আব্বাস উদ্দিন, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির, ইসলামী ছাত্রশিবিরের কক্সবাজার শহর সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসান মুহাম্মদ ইয়াছিন, ফুলকুঁড়ি আসর কক্সবাজার শাখার সাবেক পরিচালক মাস্টার জাহেদুল ইসলাম, চকরিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও ফুলকুঁড়ি আসর কক্সবাজার শাখার সাবেক সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক শাহজালাল শাহেদ, ছাত্রশিবিরের পৌর সভাপতি আকতার হোসাইন, কক্সবাজার বিশ্ববিদ্যালয় কলেজ সভাপতি জিয়াউল হাসান, চকরিয়া শহর সভাপতি শাহেদ উদ্দিন রাজু, ছাত্রনেতা জাহেদুল আলম, শাকের উল্লাহ, মুছা ইবনে হোছাইন বিপ্লব, শাহজামাল সায়েম প্রমুখ। এতে এলাকার গণমান্য ব্যক্তিবর্গসহ শোকার্ত মানুষের ঢল নামে।

অপরদিকে জানাযা শেষে ফুলকুঁড়ি আসর কক্সবাজার শাখার পরিচালক আদহাম বিন ইব্রাহিমের নেতৃত্বে একটি দল চকরিয়ায় এসে পৌঁছে শোকাহত পরিবারের সাথে মিলিত হয়ে সমবেদনা জ্ঞাপন করেন। এসময় তার সাথে ছিলেন শাখার অর্থ সম্পাদক ইলিয়াস আলী, কর্মীপরিষদ সদস্য নকীব ও নঈম।

এদিকে ফুলকুঁড়ি আসর কক্সবাজার শাখার সহকারী পরিচালকের মায়ের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, সিনিয়র সাংবাদিক ও ফুলকুঁড়ি আসর কক্সবাজার শাখার সাবেক পরিচালক মমতাজ উদ্দিন বাহারী, ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী দক্ষিণ কিশলয় শাখার সাবেক কাপ সদস্য এবং কক্সবাজার শাখার সাবেক কৃষি শিল্প ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাংবাদিক শাহনেওয়াজ জিল্লু, সাবেক সংগঠক আবুহেনা মোস্তফা কামাল প্রমুখ ব্যক্তিবর্গ।


শেয়ার করুন