ফিলিস্তিনী সেই শিশুটির বাবাও মারা গেছেন

pelistan-pic_9ff1618-400x176সিটিএন ডেস্ক:

লিস্তিনের নাবলুস শহরের একটি গ্রামে ইসরাইলি ইহুদিবাদীদের আগুনে পুড়ে নিহত ১৮ মাসের সেই শিশুটির বাবা সাদ দাওয়াবশাও (৩২) মারা গেছেন। শনিবার সকালে ইসরাইলের শরোকা নামে একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত ৩১ জুলাই নাবলুসের নিকটবর্তী দুমা গ্রামে চরমপন্থী ইয়াহুদিবাদীরা এ হামলা চালায়। হামলায় সাদ দাওয়াবশার স্ত্রী ও চার বছরের আরেকটি শিশু পুত্রও মারাত্মক আহত হয়। হাসপাতালটিতে চিকিৎসাধীন তাদের অবস্থাও আশঙ্কাজনক।
সাদ দাওয়াবশাকে দুমা গ্রামেই দাফন করা হয়েছে। তার জানাযার নামাজে শত শত মানুষ অংশ গ্রহণ করে।
এ ঘটনায় সমালোচনার ঝড় উঠেছিল বিশ্ব মিডিয়ায়। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনি শিশুকে হত্যাকারীদের বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ ঘটনাটিকে সন্ত্রাসবাদী তুল্য কর্মকাণ্ড আখ্যা দিয়ে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো কার্পন্য করা হবে না।
ঘটনায় জড়িত সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তবে তার নামে এখনো কোনো মামলা করা হয়নি।
নাবলুস শহরে প্রায় একশটি বসতিতে পাঁচ লাখ ইহুদীর বসবাস করছে। ১৯৬৭ সালে ইহুদীদের এ শহরটি দখলের পর বসতি স্থাপনা শুরু হয়। তবে এ বসতিগুলোকে অবৈধ আখ্যা দিয়েছে আন্তর্জাতিক আইন। সূত্র : বিবিসি উদর্ুু


শেয়ার করুন