ফিফা র‌্যাংকিং শীর্ষে জার্মানি; দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা

 ফিফা র‌্যাংকিং-এ শীর্ষ দুটি স্থান ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও রানার্স-আপ আর্জেন্টিনা। কলম্বিয়াকে সরিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছে বেলজিয়াম। বৃহস্পতিবার ফুটবলের সর্বশেষ র‌্যাংকিং ঘোষনা করে ফিফা। ১১২/১১৬ পয়েন্ট নিয়ে র‌্যাংকিং-এর ১৬২/১৬৭তম স্থানে আছে বাংলাদেশ। আগের ঘোষিত র‌্যাংকিং-এ ১৬২তম স্থানে ছিলো বাংলাদেশ। ২০১৪ সালের বিশ্বকাপ জয় এবং সাম্প্রাতিক পারফরমেন্সের বিচারে ফিফা র‌্যাংকিং-এ শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি। তাদের অর্জিত পয়েন্ট ১৬৮৭। দ্বিতীয়স্থানে রয়েছে বিশ্বকাপের রার্নাস আপ আর্জেন্টিনা। তাদের সংগ্রহ ১৪৯০ পয়েন্ট। তবে কলাম্বিয়াকে সরিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছে বেলজিয়াম। তাদের পয়েন্ট ১৪৫৭। চতুর্থস্থানে নেমে যাওয়া কলম্বিয়ার সংগ্রহ ১৪১২ পয়েন্ট। রদবদল হয়েছে পঞ্চমস্থানেও। নেদারল্যান্ডসকে সরিয়ে ষষ্ঠস্থান থেকে পঞ্চমস্থানে উঠে এসেছে ব্রাজিল। তাদের সংগ্রহে রয়েছে ১৩৪৮ পয়েন্ট। র‌্যাংকিং-এ ষষ্ঠ থেকে দশমস্থান পর্যন্ত রয়েছে যথাক্রমে- নেদারল্যান্ডস, পর্তুগাল, উরুগুয়ে, সুইজারল্যান্ড ও স্পেন।
ফিফার সর্বশেষ র‌্যাংকিং তালিকা :
র‌্যাংকিং দল পয়েন্ট
১. জার্মানি ১৬৮৭
২. আর্জেন্টিনা ১৪৯০
৩. বেলজিয়াম (+১) ১৪৫৭
৪. কলম্বিয়া (-১) ১৪১২
৫. ব্রাজিল (+১) ১৩৪৮
৬. নেদারল্যান্ডস (-১) ১৩০১
৭. পর্তুগাল ১২২১
৮. উরুগুয়ে (+১) ১১৭৬
৯. সুইজারল্যান্ড (+৩) ১১৩৫
১০. স্পেন (+১) ১১৩২


শেয়ার করুন