কক্সবাজার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালকের দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন

Pic_Firপ্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক জনাব মোঃ জসীম উদ্দিন, ওয়্যার হাউজ ইন্সপেক্টর জনাব মোঃ ইদ্রিছ, ওয়্যার হাউজ ইন্সপেক্টর জনাব আবদুল মজিদ ও কক্সবাজার ফায়ার ষ্টেশনের ফায়ার ফাইটারসহ কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের ১২০জন কমিউনিটি ভলেন্টিয়ারসহ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কবরেছেন।

মন্ডপ পরিদর্শনে উপ-সহকারী পরিচালক বলেন, পূজা মন্ডপের যে কোন অগ্নি দূর্ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিস ও কমিউনিটি ভলেন্টিয়ার সদা প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন মঙ্গলবার সপ্তমী হইতে এ কার্যক্রম অব্যহত রয়েছে এবং শুক্রবার বিজয়া দশমী পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় স্বরস্বতী বাড়ি, কালি বাড়ি, লাবনি পয়েন্ট, বিজিবি ক্যাম্প মল্লিক পাড়া , ঝিলংজা ধৃতপল্লী বনরূপা পাড়া, জাদিরাম পাহাড়, ইন্দ্রসেন দুর্গাবাড়ি, কৃষ্ণানন্দ ধাম, বঙ্গপাহাড় ও হরিজন পাড়াসহ ১০টি পুজামন্ডপ পরিদর্শন করেন । এসময় উপস্থিত ছিলেন। কমিউনিটি সেচ্ছাসেবক আহ্বায়ক সুমন চন্দ্র দে, যুগ্ন আহ্বায়ক নিয়াজ মোর্শেদ লিটন, আবদুল কাদের, সদস্য সচিব আহমেদ আলী, সহঃ সদস্য সচিব ধীমান শর্মা, সদস্য তারেকুল ইসলাম, রনি বড়–য়া,মাসুদ কায়সার রানা, করবি পাল, আরিফুর রহমান, নেজাম উদ্দিন, আতিকুর রহমান, আতিকুল ইসলাম, রাহুল, ইমন প্রমূখ। পরিদর্শনকালে স্ব স্ব পূজা মন্ডপ পরিচালনা কমিটি, জেলা, সদর ও শহর পূজ্ াউদযাপন পুিরষদ নেতৃবৃন্দের সাথে বিশেষ মতবিনিময় সভায় মিলিত হয়।


শেয়ার করুন