ফাইজারের টিকা শিশুদের শরীরে ৯০ শতাংশ কার্যকরের দাবি

সিটিএন ডেস্কঃ
৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ট্রায়ালে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা ৯০ দশমিক ৭ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। মার্কিন ওষুধ প্রস্ততকারক সংস্থাটির বরাত দিয়ে আজ শুক্রবার রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রায় ২ হাজার শিশুর ওপর ট্রায়াল চালিয়ে এ কার্যকারিতার কথা জানিয়েছে ফাইজার।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে জমা দেওয়া ডকুমেন্টে সংস্থাটি জানায়, ট্রায়ালে থাকা শিশুদের মধ্যে যাদের প্লাসিবো দেওয়া হয়েছিল তাদের মধ্যে ১৬ জন করোনা আক্রান্ত হয়। অন্যদিকে, টিকা গ্রহণকারীদের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়।

ট্রায়ালে অংশগ্রহণকারীদের মধ্যে প্লাসিবো গ্রহণকারীর দ্বিগুণ সংখ্যক শিশুকে টিকা দেওয়া হয়। তাদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি শিশুর ক্ষেত্রে এ টিকা কার্যকারিতা দেখিয়েছে বলে জানায় ফাইজার।

সংস্থাটি জানায়, প্রাথমিকভাবে ভাইরাসের বিরুদ্ধে টিকার কার্যকারিতা দেখার জন্য এ ট্রায়াল করা হয়নি। বরং, টিকা দেওয়ার পর বয়স্কদের তুলনায় শিশুদের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরির অবস্থা জানতে এ ট্রায়াল চালানো হয়।

এর ফলাফলের ওপর ভিত্তি করে ফাইজার-বায়োএনটেক গত মাসে জানিয়েছিল, তাদের করোনা টিকা শিশুদের মধ্যে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারছে।

ট্রায়ালে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ভ্যাকসিনের ১০ মাইক্রোগ্রাম ডোজের ২টি শট দেওয়া হয়।


শেয়ার করুন