ফখরুলকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

বাংলামেইল২৪ডটকম

প্রেসক্লাবে বিএনপিপন্থি সাংবাদিক বেষ্টিত মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে একটি প্রিজনভ্যানে করে কাশিমপুরের কারাগার পার্ট-২-এ নেয়া হয় তাকে।

কারাগার পার্ট-২ এর জেল সুপার জাহাঙ্গীর কবির বাংলামেইলকে জানান, বিকেল ৩টার দিকে প্রিজন ভ্যানে করে মির্জা ফখরুলকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরের উদ্দেশে রওনা দেয়া হয়। বিকেল ৪টা ৪০ মিনিটে তাকে কারাগারে নিয়ে আসা হয়। জেল কোড অনুসারে তাকে ডিভিশন দেয়া হয়েছে।

এর আগে সকালে মির্জা ফখরুলের সঙ্গে দেখা করেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি নিয়ে রাজনীতির টানাপোড়েনের মধ্যে জাতীয় প্রেসক্লাবে গিয়ে পেশাজীবীদের একটি সমাবেশে বক্তব্য দেন ফখরুল। পরদিন বিকেলে সেখান থেকে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


শেয়ার করুন