প্রাথমিকে ছুটি শুরু ২৮ জুন, মাধ্যমিকে তিন জুলাই

ডেস্ক নিউজঃ

গ্রীষ্মকালীন ও কোরবানি ঈদ উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ২৮ জুন থেকে প্রাথমিকে এবং তিন জুলাই থেকে মাধ্যমিকের ছুটি শুরু হবে।

শনিবার (২৫ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে সরাসরি ক্লাস বন্ধ থাকবে।

অপরদিকে মাধ্যমিকে তিন জুলাই থেকে ১৫ দিনের ছুটি শেষে আবার বিদ্যালয় খুলবে ১৯ জুলাই। মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও ঈদুল আযহা উপলক্ষে আগেই এ ছুটি পূর্বনির্ধারিত ছিল।

আর প্রাথমিক বিদ্যালয়ে ছুটির তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে পর্যন্ত নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি দেওয়ার সুবিধায় পূর্ব নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি পরিবর্তন করে ২৮ জুন থেকে পাঁচ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আর ছয় থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আযহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে স্কুলে সরাসরি শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। অর্থাৎ একটানা ১৯ দিন প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে।


শেয়ার করুন