প্রবীণদের সহযোগিতায় সকলকে এগিয়ে আসতে হবে- খোরশেদ আরা এমপি

Older Day pic-2সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারে বিশ^ প্রবীন দিবস পালিত হয়েছে। ১ অক্টোবর সকাল সাড়ে ৯টায় সমাজ সেবা অধিদপ্তর ও বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক)’র উদ্যোগে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে থেকে এক বনার্ঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উক্ত র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এসে শেষ হয়। এ সময় সার্ভার ষ্টেশন ও জেলা নির্বচন অফিস হল রুমে র‌্যালীত্তোর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ডঃ অনুপম সাহা’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মস্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ খোরশেদ আরা হক। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, প্রবীণরাই সমাজে সবচেয়ে বেশী অবহেলিত। আজকের এ র‌্যালীত্তোর আলোচনা সভায় যার যার অবস্থান থেকে প্রবীণদের সহযোগীতা ও ভালবাসা দিয়ে আগামী প্রজন্ম কে এগিয়ে চলতে হবে। তাই আজকের শপথ হোক প্রবীনদের নিয়ে আগামী পথ চলার অঙ্গিকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিঃ পুলিশ সুপার ফেরদৌস আহমাদ। এক্সপাউরুল এনজিও সংস্থার নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার কানুন পালের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক)’র এরিয়া ম্যানেজার ছালামত উল্লাহ খান, জেলা সমাজ সেবার উপ-পরিচালক প্রীতম কুমার চৌধুরী, রাজবিহারী চৌধুরী (সুপার অবঃ) পি টি আই, উপপরিচালক সমাজ সেবা প্রিতম কুমার চৌধুরী, শহর সমাজসেবা কর্মকর্তা কুমকুম আচার্য্য, নোঙ্গর’র নিবার্হী পরিচালক দিদারুল আলম রাশেদ, মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান বশির উল্লাহ খান, রিকের অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা আওরঙ্গজেব ভর্ঁূইয়া(রাজু), স্কার প্রকল্পের প্রতিনিধি জেসমিন আক্তার, জাতীয় প্রবীণ কল্যাণ কমিটি’র সহ সভাপতি মাহবুব কামাল, প্রবীণ নেতা শামছুল হক প্রমূখ। এ সময় রিকের এরিয়া ম্যানেজর ছালামত উল্লাহ খান বলেন, রিক প্রবীণদের নিয়ে প্রায় দু’যুগ ধরে কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত রয়েছে। এনজিও সংস্থার পাশা-পাশি সকলকে প্রবীণদের নিয়ে এক সাথে কাজ করার অনুরোধ জানান তিনি। এ ছাড়াও তিনি প্রবীণদের জন্য পরিবহন সেক্টরে আসন সংরক্ষণ ও স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আলাদা কক্ষ বরাদ্ধের দাবী জানান।


শেয়ার করুন