সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন মহলের শোক

প্রবাল শিল্পী গোষ্ঠীর মাতামুহুরী পরিচালক মাঈন উদ্দিনের মৃত্যু

Pic Chakaria Probal Mainuddin Janazaপ্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার প্রবাল সাহিত্য সাংস্কৃতিক সংসদের মাতামুহুরী থানা শাখার পরিচালক শিল্পী মো. মাঈন উদ্দিন (১৫) রোববার ১৮অক্টোবর তাৎক্ষণিক অসুস্থ হয়ে মাদরাসার আবাসিক কক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি—-রাজিউনÑ। একইদিন বাদ আসর বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে বিশাল নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের শোকাহত মানুষের ঢল নামে। নামাযে জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এদিকে শোক সপ্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাল সাহিত্য সাহিত্য সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান সরওয়ার কামাল সিকদার, ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান, সমন্বিত সাংস্কৃতিক সংসদ সসাসের কেন্দ্রীয় সংগীত বিভাগের পরিচালক মিরাদুল মুনীম, সসাস চট্টগ্রাম অঞ্চল পরিচালক ফারুক আজম, পানজেরী শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক ও প্রশিক্ষক শোয়াইব বিন হাবিব, উপদেষ্টা লায়েক ইবনে ফাযেল, প্রবালের নির্বাহী পরিচালক আবদুল আজিজ, উপদেষ্টা শাহেদ উদ্দিন, রবিউল আলম, পরিচালক মুছা ইবনে হোসাইন বিপ্লব, সহকারী পরিচালক হুমায়ুন কবির পারভেজ ও অর্থ সম্পাদক আরমান মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ, শিল্পী মাঈন উদ্দিন বদরখালী ইউনিয়নের ২নং ব্লকের ৩নং ওয়ার্ড পশ্চিম নতুনঘোনারপাড়া নিবাসী শফিউল আলমের কনিষ্ঠ পুত্র। সে বদরখালী এম.এস ফাজিল (ডিগ্রী) মাদরাসার ১০ম শ্রেণির (দাখিল পরীক্ষার্থী) মেধাবী ছাত্র। তিনি রোববার সকালে দাখিল নির্বাচনী পরীক্ষার প্রস্তুতির জন্য বাড়ি হতে মাদরাসার আবাসিক কক্ষে ফিরে পাঠ পূন: অধ্যয়নকালে অসুস্থ হয়ে পড়ে। এসময় তার সহপাটি ও শিক্ষকরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।
সময়ের সংবাদের শোক:
প্রতিভাবান শিল্পী মো. মাঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেসবুক পত্রিকা সময়ের সংবাদের সম্পাদক শাহরিয়ার মাহমুদ রিয়াদ ও নির্বাহী সম্পাদক শাহজালাল শাহেদ।
মোহনা শিল্পী গোষ্ঠী:
চকরিয়া মোহনা শিল্পী গোষ্ঠী এক বিবৃতিতে শিল্পী মো. মাঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকদাতারা হলেন প্রধান পরিচালক শায়ের এম. আমানুল হক চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল মজিদ, সভাপতি দিদারুল ইসলাম ইমন, সেক্রেটারি সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ আলী আহসান আল কিবরিয়া, নাঈম সোবহান নয়ন, কাইয়ুম হোসেন আজাদ, সদস্য সিদ্দিকুর রহমান রায়হান, ইসফাতুল হোসাইন, জাহেদুল ইসলাম প্রমুখ।
প্রবাল চকরিয়া শাখা:
প্রবাল সাহিত্য সাংস্কৃতিক সংসদ চকরিয়া শাখার পরিচালক শফিউল্লাহ মো. রুবেল, সহকারী পরিচালক ওয়াহিদুল ইসলাম, নেজাম উদ্দিন টিটু, সদস্য আবু তৈয়ব আজাদ, তামজীদুল ইসলাম, শাফিউল উমাম সানি, জাহেদুল ইসলাম, তানভীর মোর্শেদ তামিম, শওকতুর রহমান, জুবাইরুল ইসলাম, সাইফুল ইসলাম, আলাউদ্দিন বাদশা, সাহেবুল আকরাম, জুলফিকার বিন হোসাইন প্রমুখ।
প্রবাল মাতামুহুরী শাখা:
মাহামুহুরী থানা শাখার পরিচালক শিল্পী মাঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সহকারী পরিচালক মিনার উদ্দিন, তমিজ উদ্দিন, সদস্য সানাউল্লাহ নূরী সুমন, সাহাবউদ্দিন, মো. সোহেল রানা, মো. ফারুক, রিফাত বিন আনোয়ার, শহিদুল ইসলাম, আলী মুছা, মো. তারিফ, মো. বাহাদুর ইসলাম, মঈন উদ্দিন, রিদুয়ানুল হক, রিদুয়ানুল হক হিরু, লোকমান হাকিম, মো. কমরুজ্জামান, মো. মিজানুর রহমান, মো. কাইয়ুম, মো. সালাহউদ্দিন, মো. ইব্রাহিম, মো. শিবলী, কিসমত উল্লাহ প্রমুখ।
চকরিয়া কবি মল্লিক একাডেমি:
প্রতিভাবান শিল্পী মো. মাঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া কবি মল্লিক একাডেমি ভাইস চেয়ারম্যান আতিকুর রহামান, সহকারী পরিচালক সাইফুল ইসলাম, অভিনেতা ইলিয়াছ হাবিব প্রমুখ।
চকরিয়া রক্তগোলাপকুঁড়ি আসর:
প্রতিভাবান শিল্পী মো. মাঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রক্তগোলাপকুঁড়ি আসরের পরিচালক ইখতিয়ার উদ্দীন, শাহজামাল সায়েম, আবু মোস্তফা আসেফ, সাঈদ হাসান, সাইমুন ইসলাম মেহেদী, সাজ্জাদ হোসেন প্রমুখ।


শেয়ার করুন