পেকুয়ায় অভিভাবক সমাবেশ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে

download (1)পেকুয়া প্রতিনিধি
পেকুয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহারের দাবিতে অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল ২৩জানুয়ারি শনিবার সকাল ১১টায় উপজেলার উজানটিয়া ইউনিয়নে পুর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে। তবে অনুষ্টিত অভিভাবক সমাবেশটি অনির্ধারিতভাবে হয়েছে। জানাগেছে, সম্প্রতি পুর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কাশেমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ উত্থাপন করা হয়েছে। একজন সহকারি শিক্ষক বাদি হয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাছান মুরাদ বরাবর ওই অভিযোগ দায়ের করা হয়। এসময় অভিযোগকারি উল্লেখ করেছেন সরকারি বিনামুল্যের বই বিতরনে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে নগদ অর্থ আদায় করেছেন। এদিকে ওই অভিযোগের প্রতি ক্ষুদ্ধ হয়ে পুর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকরা এক অভিভাবক সমাবেশ আহব্বান করেন। এসময় বিদ্যালয়ে এসএমসি কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রধান শিক্ষক আবুল কাশেমের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তারা এটিকে ষড়যন্ত্র ও প্রহসন আখ্যায়িত করে অবিলম্বে ওই অভিযোগ থেকে বয়োজৈষ্ট ও নিলোর্ভ এ প্রধান শিক্ষককে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানান। অভিভাবকরা জানিয়েছেন, বিদ্যালয়ের শিক্ষার বিকাশ অব্যহত রাখতে খন্ডকালিন শিক্ষক রাখা হয়েছে। সরকারি শিক্ষক অপ্রতুল হওয়ায় পাঠদানে যাতে বিঘœ না ঘটে এবিষয়ে অভিভাবকরা ওই শিক্ষকগনকে অস্থায়ী রেখেছেন। তাদের সম্মানী অভিভাবকরা দিয়ে থাকেন। সবার সিদ্ধান্তক্রমে বছরে একদিন সমুদয় টাকা উত্তোলন করা হয়। বই বিতরনে কোন ধরনের অর্থ নেওয়া হয়নি।


শেয়ার করুন