প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে আত্মহত্যা

2016_03_03_16_01_27_8rFPfoRyl5G6GgRugx3dSUL0RqHlqJ_original (1)গত দুইদিন ধরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তার কার্যালয়ের সামনে অপেক্ষা করছিলেন নুরুল ইসলাম নামে এক ব্যক্তি। কিন্তু দেখা না পেয়ে শেষ পর্যন্ত বিষপানে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। নুরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা ও গোপালগঞ্জের গণগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেছনের গেট লুকাস ব্যাটারি মোড়ের সামনে থেকে বিষপান করা অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। পরে দুপুর পৌনে ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাকের নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ওই হাসপাতালের কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ফারজিনা জাহান বাংলামেইলকে জানান, ইসিজি করার আগেই নুরুল ইসলামের মৃত্যু হয়।

এদিকে তেজগাঁও থানার এসআই মামুন শাহ বাংলামেইলকে জানান, খবর পেয়ে লুকাস ব্যাটারির মোড় থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের ধারণা তিনি বিষাক্ত কিছু পান করে আত্মহত্যা করেছেন।

নুরুলের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।


শেয়ার করুন