মহেশখালীতে

প্রত্যাশীর মানবপাচার বন্ধে র‍্যালী ও আলোচনা সভা

unnamedমহেশখালী প্রতিনিধি।।

মহেশখালীতে মানবপাচার রোধে সচেতনতা বৃদ্ধি এবং আইনের সুষ্ঠু প্রয়োগ নিয়ে এনজিও সংস্থা প্রত্যাশীর প্রকল্প পরিচালক(কর্মসুচী) সাদেকুল ইসলামের সভাপতিত্বে  ১০ নভেম্বর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

সিসিসিপি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোঃ অহিদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অথিতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নোমান হোসেন বলেন মানবপাচারকারীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ সক্রিয়। ফলে বর্তমানে মহেশখালী থেকে মানব পাচার শুন্যের কোটায় চলে আসার পথে।

উক্ত সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন ওসি(তদন্ত) দিদারুল  ফেরদৌস, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম, পিসি প্রত্যাশী জাহাঙ্গীর কবির, গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম।

উক্ত আলোচনা সভায় স্কুল কলেজ ছাত্রছাত্রীসহ ভিবিন্ন স্তরের নারী পুরুষ উপস্থিত ছিলেন। আলাচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেনের নেতৃত্বে সচেতনতা মূলক র‍্যালী উপজেলা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে সভাস্থলে এসে শেষ হয়।


শেয়ার করুন